আল্লাহর পথে আহ্বানকারীদের অন্যতম বিশেষ গুণ হলাে নসিহত করা। এটি আসলে প্রত্যেক মুমিনেরই বিশেষ গুণ হওয়া চাই। আল্লাহ এ উম্মতকে এ গুণের অধিকারী হওয়ার আদেশ দিয়েছেন। এটি নবিদেরও একটি বিশেষ গুণ।
আল্লাহ বলেন, যখন নুহ-এর সম্প্রদায় তাঁকে ভুল ও ভ্রান্তিতে থাকার অভিযােগ করে বলেছিল-
আমরা তােমাকে স্পষ্ট ভ্রান্তিতে দেখতে পাচ্ছি। (আরাফ ৭ : ৬০]
তখন তিনি তাদের অভিযােগ অস্বীকার করে বলেন-
হে আমার সম্প্রদায়! আমার মধ্যে বিন্দুমাত্রও ভ্রান্তি নেই। বরং আমি বিশ্বপালকের রাসুল। তােমাদের কাছে আমি আমার প্রতিপালকের বার্তা পৌঁছে দিই এবং তােমাদের কল্যাণ কামনা করি । আর আমি আল্লাহর পক্ষ হতে এমন এমন বিষয় জানি, যা তােমরা জান না । (আরাফ ৭: ৬১, ৬২]
সুতরাং এতে কোনাে সন্দেহ নেই যে, আল্লাহর জন্য নসিহত করা যেমন আল্লাহর দিকে আহ্বানকারী প্রতিটি ব্যক্তির, বরং প্রতিটি মুমিনের বৈশিষ্ট্য, তেমনি এটি নবিদেরও বৈশিষ্ট্য। এ থেকে বােঝা যায়, নসিহত করা প্রত্যেক মুসলমানের একটি মৌলিক ও সর্বাধিক গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য।
নসিহত করার বাধ্যবাধকতার প্রতি ও বর্তমানে এ উম্মতের জন্য নসিহতের স্পষ্ট প্রয়ােজনের প্রতি সাড়া দিয়ে হুদহুদ প্রকাশন নিয়ে এসেছে সােনালি উপদেশ সিরিজ। এ পুস্তকটি এই সিরিজের প্রথম বই ।
মুফতি ফয়জুল্লাহ নোমান
Title :
ইমাম ইবনে তাইমিয়া (র.)-এর অসিয়ত (হার্ডকভার)