নতুন যুগের এই নির্মাতার নাম হাসান আল বান্না, যার অনিবার্য অভিধা ইমামুদ-দাওয়াহ। ইমাম বান্নাকে নিয়ে প্রচুর লিখেছেন তাঁরই ভাবশিষ্য শাইখ ইউসুফ আল কারযাভী। সেখান থেকেই একঝলক সংকলিত হয়েছে এ ছোট্ট বইটিতে।
নিজের লেখার পাশাপাশি এ পুস্তিকায় উসতায কারযাভী এমন চারজন মহিরুহের লেখা উদ্ধৃত করেছেন, যারা ছিলেন পুরো উম্মাহর প্রতিনিধিত্বকারী ব্যক্তিত্ব। তাদের কলমে মূলত হাসান আল বান্না সম্পর্কে পুরো উম্মাহর সাক্ষ্যই প্রতিধ্বনিত হয়েছে। তাঁরা হলেন-- উসতায মুহাম্মাদ আল গাযালি, সাইয়িদ কুতুব শহিদ, সাইয়েদ আবুল হাসান আলী নদভি, শাইখ আবদুস সালাম ইয়াসিন রাহিমাহুমুল্লাহ।