কীভাবে তৈরি হলো ইহুদি রাষ্ট্রের আকাঙ্ক্ষা? কেন পরিকল্পনা ও প্রস্তাবনা দিলেন ইহুদি রাষ্ট্রের জনক দার্শনিক থিওডর হার্ৎজেল? কীভাবে বাস্তবায়িত হলো তাঁর প্রস্তাব মাত্র ৫২ বছরের মাথায়? নিপীড়িত একটি জাতি কেন অবতীর্ণ হলো নিপীড়কের ভূমিকায়? এসব প্রশ্নের উত্তর জানতে চাইলে পড়তে হবে হার্ৎজেলের এই ঐতিহাসিক ইশতেহার।