অবক্ষয়, অধঃপতন এবং পৃথিবীতে পরাজিত শক্তি হিসেবে মুসলিম উম্মাহর এই অনাকাঙ্ক্ষিত আত্মপ্রকাশের পেছনে আসলে নানামুখী ব্যাধির বেড়াজালে আক্রান্ত মানুষের ক্বলব-ই দায়ী। কলব যখনই অনাচার-পাপাচারে মত্ত হয়েছে, সরে এসেছে শাশ্বত দীনের চিরসত্য বিধান এবং প্রতিবিধানের চর্চা থেকে, চারোদিক থেকে আঁকড়ে ধরেছে ব্যর্থতা, গ্লানি এবং অবধারিত পরাজয়। উম্মাহর সেই কাঙ্ক্ষিত বিজয়ের পথে প্রতিবন্ধক সেসব আত্মিক ব্যাধিগুলো চিহ্নিত করেছেন সমকালের প্রখ্যাত দায়ী ডক্টর খালিদ আবু শাদি। মরণফাঁদ হয়ে ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাষ্ট্রের রন্ধ্রে রন্ধ্রে ঘাপটি মেরে বসে থাকা সেসব ব্যধি থেকে কোন পথে মিলবে মুক্তি, কুরআন এবং হাদিসের চোখ দিয়ে দেখিয়ে দিয়েছেন তিনি। আধুনিক পৃথিবীর চিন্তা এবং মানসিকতার সঙ্গে নিবিড় যোগাযোগ প্রতিস্থাপন করে তাঁর প্রদর্শিত একেকটি প্রতিকার দেখে বিস্মিত হতে হবে নিশ্চিত। কেননা আবু শাদি কুরআন-হাদীস এবং সালাফের অভিজ্ঞতালব্ধ জীবনাচার থেকে সুনিপুণ প্রক্রিয়ায় আমাদের সামনে যেভাবে উন্মোচন করেছেন হিদায়াতের রঙে সমুজ্জ্বল এক পথের, তা এ যাবত-কালের এক বিরল, বিস্ময়কর ও অকল্পনীয় নান্দনিক পরিক্রমাই বটে।