ইতিহাস গবেষণা পদ্ধতি গ্রন্থটি মূলতঃ ইতিহাসের শিক্ষার্থী-শিক্ষক-গবেষকদের জন্য রচিত। অভিসন্দর্ভ, গবেষণামূলক দীর্ঘ নিবন্ধ, অ্যাসাইনমেন্ট, টিউটরিয়াল পেপার ও রিপোর্ট লেখার ক্ষেত্রে এটি ব্যবহারিক নির্দেশনা হিসেবে কাজ করবে। ইতিহাস গবেষণা শুধু পরিশ্রমসাধ্য কাজই নয়, ইতিহাসবিদকে তার প্রকল্পকে পাঠকদের সামনে অকাট্যরূপে প্রতিষ্ঠিতও করতে হয়। গ্রন্থকার এ বইটিতে ইতিহাস গবেষণার পদ্ধতিগত দিক নিয়ে বিশ্বব্যাপী অনুসৃত সকল তত্ত্ব, যুক্তি, পদ্ধতি, এবং রীতি-নীতিসমূহ যথাসম্ভব আলোচনা করেছেন। ইতিহাস গবেষণা পদ্ধতি বিষয়ে বাংলা ভাষায় খুব উল্লেখযোগ্য বই নেই। অথচ প্রতিবছরই নানান রচনাকর্মে কেবল ইতিহাসবিদ্যার নয়, প্রত্মতত্ত্ব, নৃবিজ্ঞান প্রভৃতি বিষয়েও অনেক গুরুত্বপূর্ণ চিন্তার ছাপ, নতুন নতুন চিন্তার সূত্র উন্মোচিত হচ্ছে। মননশীলতার ঘাটতি না থাকলেও এগুলোতে গবেষণার রীতিসম্মত পদ্ধতির প্রয়োগ প্রায়শই লক্ষ্য করা যায় না। এই গ্রন্থে লেখক যথাযথভাবে এবং পদ্ধতিসম্মত প্রক্রিয়ায় ইতিহাস গবেষণা উপস্থাপন করার কৌশলসমূহ আলোচনা করেছেন। ফলে কেবল শিক্ষার্থীদের নয়, সাধারণভাবে ইতিহাস সংশ্লিষ্ট গবেষণায় আগ্রহী সকলের জন্যই বইটি সহায়ক হবে।