‘জিন, জিন’ বলে মসজিদ থেকে দৌড়ে বের হয়ে গেল একটা কিশোর নামাজি।
নামাজের সালাম ফিরিয়ে দেখি অবাক কাণ্ড!
মুসল্লিগণ আমার দিকে তাকিয়ে আছেন।
আমার খানিকটা ভয় লাগছে। ছেলেটার মতো এক দৌড় দেবো কি না ভাবছি। বুকে থুথু চিটিয়ে আল্লাহরসুলের নাম নিয়ে ভোঁ দৌড় দেবো কি? ডানে বামে কোনও দিকে না থাকিয়ে সোজা বাড়ি চলে যাওয়াই উচিত। কিন্তু এই উচিত কাজটা আমার করতে মন চাইল না।