নিউ ইয়র্কের ম্যানহাটনের সস্তা এক হােটেল অদ্ভুতভাবে খুন হলাে এক তরুণী। তার সাথে নাইন-ইলেভেনের কি সম্পর্ক? সৌদি আরবের প্রখর সূর্যের নিচে প্রকাশ্যে শিরাোচ্ছেদ করা হলাে এক পিতার। কেউ কি ভেবেছিল, এই ঘটনার ফলাফল কত দূর পর্যন্ত বিস্তৃত হবে? সিরিয়ার এক গােপন ল্যাবরেটরি থেকে বের হওয়ার পথে উপড়ে নেয়া হলাে এক কর্মকর্তার দুচোখ। কিন্তু কেন?
আফগানিস্তানের হিন্দু কুশ পর্বতমালায় পাওয়া গেল পুড়ে কয়লা হয়ে যাওয়া তিনটি লাশ। কেন মরতে হলাে ওদের? আপাতদৃষ্টিতে মনে হতে পারে ঘটনাগুলাে পরস্পর বিচ্ছিন্ন। সত্যিই কি তাই?
ভয়াবহ এক ভবিষ্যৎ নেমে আসছে আমেরিকার উপর। তাকে ঠেকানাের একমাত্র উপায় এই প্রশ্নগুলাের উত্তর খুঁজে বের করা। আর সেটা করতে পারে কেবল একজনই-পিলগ্রিম।
টেরি হেইসের সুবিশাল ক্যানভাসের থৃলার আই অ্যাম পিলগ্রিম বর্তমান সময়ে সবচেয়ে আলােচিত এবং বহুল পঠিত। সারা দুনিয়া জয় করে এখন বাংলাভাষি পাঠকের কাছে উপস্থিত।