আই অ্যাম ওকে ইউ আর ওকে (হার্ডকভার)
আই অ্যাম ওকে, ইউ আর ওকে? এ বইটি আত্মোন্নয়নমূলক অন্যান্য বই থেকে একদমই আলাদা। কারণ বইটিতে পুরোটাই মানুষের মন নিয়ে, মনের কীভাবে উন্নতি ঘটানো যায়, তা নিয়ে আলোচনা করা হয়েছে। আমরা অনেকেই জানি না আমাদের সকলের মনের মধ্যে তিনটি সত্তা বাস করছে-বাবা মা, পরিণত বয়স্ক মানুষ এবং শিশু। একে লেখক সংক্ষেপে P-A-C(Parent, Adult and Child) বলে বর্ণনা করেছেন। মূলত পুরো বইটিতেই মনের এই তিনটি স্তর নিয়ে আলোচনা করা হয়েছে। বই আপনার মনের বদ্ধ কুঠুরী খুলে দেবে, আপনার সমস্যার সমাধান করে দেবে ট্রানজেকশনাল অ্যানালিসিসের মাধ্যমে। হাজার হাজার মানুষ এই সাইকোথেরাপির সাহায্যে নিজেদের জীবনের উন্নতি করেছেন। বইটি পড়ে আপনি যেমন নিজেকে ভালোবাসতে শিখবেন, তেমনি অপরকেও ভালোবাসতে পারবেন। বইটি সতিই অসাধারণ একটি বই।।। খুবই ভালো মানের একটি বই। ।। আজকেই বইটি অর্ডার দিয়ে বইটি সংগ্রহ করুন।।
এই বইটিতে লেখক মূলত আমদের মনের ভেতরের বন্দিদশা থেকে বেরিয়ে মুক্ত পৃথিবীতে ও আলোকিত জগতে আসার আহ্বান জানিয়েছেন। আমরা অনেকেই আমাদের সংকীর্ণমন-মানসিকতা থেকে বেরিয়ে আসতে পারি না। তাই সংকীর্ণমনা মানসিকতার ফলে আমরা ব্যক্তি জীবনে উন্নয়ন ঘটাতে পারি না। তাই বৃত্ত ভেঙে মুক্ত পৃথিবীতে এসে কাজে ঝাপিয়ে পড়ার আহ্বান জানিয়েছেন এই বইতে। এছাড়াও মানুষের জীবনে তিনটি ধাপ রয়েছে। ১. অভিভাবকত্ব ২. অ্যাডাল্ট বা পরিণত ৩. শিশুসুলভ মন ও মানসিকতাময় জীবন। জীবনের এই তিনটি ধাপ ও তিনরকম মানসিকতা নিয়ে আমাদের জীবন। এই ত্রিমুখী চরিত্রের জীবনাচারন এই চুলছেড়া বিশ্লেষণ করে দেখিয়েছেন মানুষের মনোস্তাত্তিক কাউসিলিং তথা মনোগত. দেহগত ও আচরণগত কৌশল। বই পড়ে আপনিও জানতে পারবেন আপনি এই তিনটির মধ্যে কোন অবস্থানে জীবন কাটাচ্ছেন?