ফ্ল্যাপের কিছু কথাঃ হুমায়ূন আহমেদের চলচ্চিত্র হচ্ছে তাঁর সাহিত্যের সম্প্রসারণ। নিজের উপন্যসের কাহিনীচিত্র মনের আয়নায় দেখতে পেতেন তিনি। এটি অন্যদের দেখানোর উদ্দেশ্যেই হুমায়ূন চলচ্চিত্র নির্মাণে হাত দেন। ফলে বৃষ্টি জোছনাপ্রীতি এবং মৃত্যুর রূপায়ণের প্রতি তাঁর ঝোঁক মূর্ত হয়ে ওঠে চলচ্চিত্রে। মুক্তিযুদ্ধ ফিরে ফিরে আসে। এদেশের প্রকৃতি ও মানুষ স্বমহিমায় উদ্ভাসিত হয়।
প্রায় দুই দশকে হুমায়ূন আহমেদ আটটি চলচ্চিত্র নির্মাণ করেছেন, আগুনের পরশমণি, শ্রাবণ মেঘের দিন, দুই দুয়ারী, চন্দ্রকথা, শ্যামলছায়া, নয় নম্বর বিপদ সংকেত, আমার আছে জল, ঘেটুপুত্র কমলা । এইসব চলচ্চিত্র সম্পর্কে একটি স্বচ্ছ ধারণা দেওয়া হয়েছে এই গ্রন্থে । এতে চলচ্চিত্রের বিষয়আশয় মূর্ত হয়ে উঠেছে। উল্লেখ করা হয়েছে ‘আগুনের পরশমণি’ নির্মাণের সূত্রে হুমায়ূনের অভিজ্ঞতা । চারটি চলচ্চিত্রের শুটিং কাছ থেকে দেখার পরিপ্রেক্ষিতে লেখকের যে অভিজ্ঞতা সেটিও ফুটে উঠেছে এখানে। সবশেষ রয়েছে বিভিন্ন চলচ্চিত্র প্রসঙ্গে চলচ্চিত্রকার হুমায়ূন আহমেদের ভাষ্য।
সূচিপত্র * একটি পর্যালোচনা * ছবি পরিচিতি * ছবি তৈরির গল্প * শুটিংয়ের গল্প * সাক্ষাৎকার * পরিশিষ্ট