হুমায়ূন আহমেদ স্বাধীনতা-উত্তর বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় কথাসাহিত্যিক। কিন্তু ব্যক্তি হুমায়ুন সম্পর্কে তার মৃত্যুর পর উঠে আসা বিভিন্ন বিতর্ক আমাদের অনেক সময় অবাক করেছে। কারণ বিতর্কের হেতু আমরা আমাদের দৃষ্টিকোণ থেকে খুঁজে পাইনি। রবীন্দ্রনাথ, নজরুল, সমরেশ বসু, সুনীল গঙ্গোপাধ্যায়, বিনয় মজুমদার-অনেকেরই ব্যক্তিজীবন সাধারণের সঙ্গে মেলে না। কারণ তারা অসাধারণ-লেখায় ও মানবিক পদচারণায়। তা নিয়ে আলােচনা করার স্পর্ধা বা রুচি সংবাদমাধ্যমগুলাে প্রদর্শন করেনি। শুধু এই মানুষটি নয়, এই পরিবারটি একটি নক্ষত্র পরিবার। মা আয়েশা থেকে শাওন অবধি প্রত্যেকেই নিজস্ব গরিমায় মহিমান্বিত। হুমায়ূনের চারপাশে যারা ছিলেন তারাও স্বীয় কীর্তিতে কীর্তিমান। হুমায়ূনের জীবনের ঘটনাগুলাে ও তা থেকে সৃষ্ট অভিঘাতগুলাে অন্য সাহিত্যিকদের জীবন থেকে একেবারে আলাদা। এই ঘটনাক্রমগুলাে সাজালে অনায়াসে জন্ম নিতে পারে আলাদা একটি উপন্যাস এবং পাঠক হয়তাে তাদের প্রিয় সাহিত্যিক হুমায়ূনকে চিনতে পারবেন অন্য দৃষ্টিকোণ থেকে। এটা উপন্যাস। কাজেই এখানে সবকিছু নিখুঁত নয়। উপন্যাস শেষ হয়েছে হুমায়ূনের মৃত্যুর সঙ্গে সঙ্গে। কারণ মৃত্যুপরবর্তী ঘটনা নিয়ে বিতর্ক মূল হুমায়ুনকে চিনতে বাধা দেয়। এই উপন্যাস পড়ার পর যদি পাঠকের ভালােবাসা অর্জিত হয়, তবে লেখকের। পাশাপাশি আমরাও আশান্বিত হব।
অমিত গোস্বামী
জন্ম ২৬ শে মার্চ, ১৯৬২ কলকাতা। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে নৃতত্ত্বে এমএসসি। বর্তমানে পুরাে সময়ের লেখক। প্রকাশিত কাব্যসংকলন : রূপসারি (সপ্তর্ষি প্রকাশন, কলকাতা-২০১৩), রিমি তােকে (প্রিয়মুখ প্রকাশন, ঢাকা-২০১৪), বাংলাদেশে হৃদয় মেশে (প্রিয়মুখ। প্রকাশ, ঢাকা-২০১৫), চরিত্রহীনের পদাবলী (ই-সংস্করণ, কলকাতা-২০১৬) প্রকাশিত উপন্যাস : যখন বৃষ্টি নামল (নন্দিতা প্রকাশ, ঢাকা-২০১৫, সপ্তর্ষি প্রকাশন, কলকাতা-২০১৬), প্রকাশিতব্য উপন্যাস: বোইজান।। সম্মাননা : বাংলাদেশ জাতীয় কবিতা উৎসবে আমন্ত্রিত ভারতীয় কবি হিসেবে যােগদান-২০১৪, ২০১৫, ২০১৬। পশ্চিমবঙ্গ শিল্প-সাহিত্য-সংস্কৃতি সম্মান-২০১৫ সেরা কবি) । সম্পৃক্ততা : পূর্বপশ্চিম পত্রিকার অন্যতম সম্পাদক। গীতরচনা : অবস্কিওর ব্যান্ডের পক্ষে নিয়মিত গীতরচনা। কলকাতায় নিবাস হলেও মূল সাহিত্যচর্চার ক্ষেত্র বাংলাদেশ। দুই দেশেই বিভিন্ন পত্রপত্রিকায় নিয়মিত উপ-সম্পাদকীয়, প্রবন্ধ, উপন্যাস, কবিতা প্রকাশ।