ফ্ল্যাপের কিছু কথাঃ আসিফ ও মিতু একই গ্রামে থাকে।বয়সে মিতু বড়।তাদের সম্পর্কটা বড়ই অদ্ভুত।মিতু একই সময়ে এক সঙ্গে দুটো ছেলের সাথে প্রেম করে।আসিফকে সাথে নিয়ে দেখা করতে যায়।আবার আসিফের জন্যও তার কেমন যেন লাগে।আসিফ চরিত্রটা একটু ব্যতিক্রম। সে মানুষের মনের কথা বলতে পারে।তবে তার এই বিদ্যা কখনো নিজের উপর কাজ করে না। তার একটা গুরু আছে। নাম রোমেলা। তার সারা গায়ে-মুখে বিড়ালের মত লোম।তাদের গ্রামে বছরে একবার আসে।এছাড়াও এলিজাবেদ ফ্রাঙ্কলিন এবং ডাকাত কালু এ উপন্যাসে ভিন্ন মাত্রা যোগ করে।উপন্যাসে মিতু আসিফ কিংবা অন্যান্য চরিত্র কেউ কাউকে ভালবাসি বলে না।তবে প্রত্যেকের ‘হৃদয় মাঝে’ কেউ না কেউ ঠিকই লুকিয়ে থাকে।