রাষ্ট্রবিজ্ঞানের কৃতী অধ্যাপক ও রাষ্ট্রবিজ্ঞান সমিতির সুদক্ষ সংগঠক ননী গােপাল সরকার নিজেকে শুধু রাষ্ট্রবিজ্ঞানের বৃত্তাবদ্ধ করে রাখেননি, প্রবেশ করেছেন সাহিত্য শিল্পের ভুবনেও। সে-ভুবনেরও বিভিন্ন এলাকায় তাঁর অনায়াস বিচরণ। কবিতা-রচনায় তাে তাঁর অচিন্তনীয় ও স্বতঃস্ফূর্ত সততা। কোনােরূপ দুর্ভাবনাকেই ধারে-কাছে ঘেঁষতে না দিয়ে কবিতার পর কবিতা রচনা করে যেতে পারেন তিনি। শুনেছি, একদিনেই তিনি অসংখ্য কবিতা লিখে ফেলেছেন। অপূর্ব বস্তুনির্মাণ ক্ষমা প্রজ্ঞা বা প্রতিভার অধিকারী হওয়া ছাড়া কেউই-যে কবি বা শিল্পী হতে পারেন না- সে-কথা আমরা সকলেই জানি ও মানি। কিন্তু একান্ত স্বল্প সময়ে বহু সংখ্যক কবিতা সৃষ্টি করে ফেলার মতাে প্রতিভার ধারক কবি ননী গােপাল ছাড়া আর কতজন আছেন এদেশে-আমার জানা নেই। তাই তাঁর কবিতার অ্যাকাডেমিক ধারায় সমালােচনা না করলেও চলে।
আমাকে তাঁর গল্পের বইয়ের ভূমিকা লিখতে দেওয়া হয়েছে। অথচ, এতক্ষণ ধরে আমি রাষ্ট্রবিজ্ঞানী কবি ননী গােপালের কবিতার কথাই বললাম। কারণ, এর আগে তাঁর কোনাে গল্প পড়ার সুযােগ আমি পাইনি। তাই, গল্পের বইটি হাতে নিয়েও তাঁর কবিতার কথাই আমার মনে পড়ে গেছে। গল্প গুলাে পড়েও দেখলাম যে, এক্ষেত্রেও তিনি স্বতঃস্ফূর্ত সততার অধিকারী। ছােটগল্পের তত্ত্বকথকরা যে-সব গুরু গম্ভীর তত্ত্বের অবতারণা করে থাকেন, সে সব নিয়ে ননী গােপাল একটুও মাথা ঘামান না। তার আশপাশে যে-সব মানুষ ও তাদের নিয়ে যে-সব ঘটনা পরম্পরা তিনি প্রতিনিয়ত অবলােকন করে থাকেন, সে-সবই তাঁর কলমে অনায়াসে গল্পের রূপ পেয়ে যায়। সে সবের ভেতরে তত্ত্বকথাও যে একেবারে কিছুই উঠে আসে না, তা-ও নয়। গল্পের পাত্র পাত্রীরা যে-বিষয়ে একটুও অবহিত নয়, তেমন কিছু তত্ত্বকথাও, গল্পের প্রয়ােজনেই গল্পকার ননী গােপাল পাঠকদের
কাছে পরিবেশন করেন। যেমন লবণ গল্পের শুরুটা করেন তিনি। এভাবে
রােমেলা জানতাে না যে, এদেশে একদিন লবণ দুষ্প্রাপ্য ছিলাে। ধনাঢ্যরা চড়া মূল্যে লবণ সংগ্রহ করতাে। গরীব-দুঃখীরা চেয়ে-মেগে ধনীদের কাছ থেকে কিছুটা হয়তাে পেতাে। তাই হয়তাে কৃতজ্ঞতায় বলতাে, যার নুন খাই তার গুণ গাই। নুন খেয়ে গুণ না গাইলে তাকে বলা হত নিমক হারাম।
ননী গোপাল সরকার
পিতা : ডা. নগেন্দ্র চন্দ্র সরকার মাতা : সন্ধ্যা রানী সরকার জন্ম : ২৯ মে ১৯৫৮ ইংরেজি। নেত্রকোণা জেলার অন্তর্গত ধীতপুর গ্রাম। পড়াশােনা : ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স-মাস্টার্স পেশা : রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক শখ : বই পড়া, লেখালেখি ও লােকসংস্কৃতির অন্বেষণ।। সংগঠক : ‘জনান্তিক নাট্যগােষ্ঠী, নেত্রকোণা’র প্রতিষ্ঠাতা; নেত্রকোণা রাষ্ট্রবিজ্ঞান সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি।