হৃদমোহনী
প্রথমেই আমি লেখিকাকে ধন্যবাদ দিতে চাই তার লিখার জন্য। আমি রোমানটিক উপন্যাস পড়তে অনেক করি। ২ জন ভিন্ন সংস্কৃতির মানুষের মধ্যে একটি ভালবাসার সম্পর্ক হয় যেটি সমাজের কারণে পরিনয় পায় না । জীবনে চলার পথে এক দিন তাদের আবার দেখা হয়। আর গল্পের প্রধান আকর্ষণও এই জায়গায়। এখন তারা কি করবে। আমার জানার ইচ্ছা হচ্ছিল শেষ টা কি হয় তাদের তাই দেরি না করে পড়ে ফেলি। আমার মতোন কারো যদি জানার আগ্রহ হয় তাহলে পড়ে নিতে পারেন আশা করি ভালো লাগবে। লেখার মান খুব ভালো,যারা নতুন বই পড়ছেন তারাও সহজেই ধরতে পারবেন। লেখিকার ২য় বই এটি কিন্তু পড়ে আপনার মনে হবে তিনি কোন অংশে কোন অভিজ্ঞ কারো থেকে কম না।
বই পড়ে মানুষের জীবনকে বদলে দিতে পারে। আনন্দময় সুখ বয়ে আনতে পারে। এ বইটি পড়তে পারেন এবং আনন্দ পাবে।