ফ্ল্যাপের কিছু কথাঃ আগেকার দিন হলে বলা যেত, মিলনান্ত প্রেমের মধুর উপাখ্যান। কিন্তু এ-জাতীয় বিশেষণ-ভূষিত উপন্যাসের অনুষঙ্গে বহু ক্ষেত্রেই জড়িয়ে আছে যেসব বস্তাপচা কাহিনীর অনিবার্য স্মৃতি, তার সঙ্গে কি কোনও মিল রয়েছে এই ‘হৃদয়বৃত্তান্ত’-এর? থাকা কি সম্ভব? বিশেষত, যে-উপন্যাসের লেখক স্বয়ং শীর্ষেন্দু মুখোপাধ্যায়? বলা হয় বটে, প্রেম যুগে যুগে। কিন্তু যুগোপযোগী প্রেমের ভিতরের চেহারাটা সবাই দেখাতে পারেন না। শীর্ষেন্দু মুখোপাধ্যায় কিন্তু পারেন। তাঁই এই পারঙ্গমতারই অনুপম দৃষ্টান্ত ‘হৃদয়বৃত্তান্ত’।
আমেরিকা-প্রবাসী এক বাঙালি স্বামী-স্ত্রীর সম্পর্কের জটিলতা, স্ক্যান্ডাল ও আসন্ন বিচ্ছেদ থেকে সূচনা হলেও এ-কাহিনীতে ক্রমশযুক্ত হয়েছে হৃদয়সম্পর্কের নতুন-নতুন মাত্রা ও এই কলকাতা শহর। আধুনিক যুবক-যুবতীদের অস্থিরচিত্ততা, নিষ্ঠুরতা, প্রতিশোধ-প্রবণতা ও মূল্যবোধহীনতার আপাত-কাহিনীকে এক স্তরে রেখেও অতি সুনিপুণ ও সার্থকভাবে অন্য স্তরে শীর্ষেন্দু মুখোপাধ্যায় বুনে গিয়েছেন চিরন্তন মুল্যবোধ ও বিশ্বাসের চিরকালীন প্রেম-ভালবাসা-আবেগ ও নির্ভরতার এক অসামান্য বৃত্তান্ত।
শীর্ষেন্দু মুখোপাধ্যায়
শীর্ষেন্দু মুখোপাধ্যায় (জন্ম: ২ নভেম্বর ১৯৩৫) একজন ভারতীয় বাঙালি সাহিত্যিক, যিনি শিশু ও প্রাপ্তবয়স্কদের জন্য গল্প লিখে থাকেন। ময়মনসিংহে জন্মগ্রহণকারী শীর্ষেন্দু ১৯৫৯ সালে দেশ পত্রিকায় তার প্রথম গল্প *জলতরঙ্গ* প্রকাশ করেন। সাত বছর পর একই পত্রিকার পূজাবার্ষিকীতে তার প্রথম উপন্যাস *ঘুণ পোকা* প্রকাশিত হয়। শিশুদের জন্য লেখা তার প্রথম উপন্যাস ছিল *মনোজদের অদ্ভুত বাড়ি*, এবং তার সৃষ্ট অন্যতম জনপ্রিয় চরিত্র হলো শবর দাশগুপ্ত।