নিবেদন মানব জাতির আদি পিতা ও মাতা হযরত আদম (আলঃ) ও হাওয়া (আঃ) এর জীবন হইতে আমাদের অনেক কিছু জানিবার আছে। আদম (আঃ) ও হাওয়া (আঃ) সম্বন্ধে প্রচলিত কিছু কথা মুসলমানমাত্রই জানেন। কিন্তু তাঁহাদের প্রকৃত পরিচয় কয়জন জানেন? তাঁহাদের জীবনকথা অবগত হওয়া প্রত্যেক মুসলমান নর-নারীর অপরিহার্য কর্তব্য।
হযরত আদম ও হাওয়া (আঃ) এর একমত্র শত্রু ইব্লিস। শুধু আদম ও হাওয়া (আঃ) এর ই নয়, সমগ্র মানব জাতির প্রধান শত্রুই ইব্লিস। এই গ্রন্থ পাঠে পাঠকগন একদিকে যেমন আদি পিতামাতা আদম ও হাওয়া (আঃ) এর জীবনের অমূল্য আদর্শ অনুসরণ করিয়া নিজেদের জীবনকে সার্থক ও সুন্দর করিয়া গড়িয়া তুলিতে পারিবেন, অপরদিকে তেমনি চিরশত্রু ইব্লিস শয়তানের গতিবিধি ও শুত্রতার ধারা অবগত হইয়া সতর্ক হইতে পারিবেন। যে কোন শত্রু শত্রুতা হইতে আত্নরক্ষা করিতে হইলে তাহার গতিবিধি ও শত্রুতার ধারা সম্বন্ধে অবগত থাকা অপরিহার্য। গ্রন্থখানি নির্ভুল ও প্রাঞ্জল ভাষায় রচনা করিবার জন্য যথাসাধ্য চেষ্টা করা হইয়াছে। তবু যদি অনইচ্ছাকৃত কোন ভুল-ত্রুটি কাহারও দৃষ্টিতে পরিলক্ষিত হয় তবে তাহা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখিয়া বাধিত করিবেন। পরবর্তী সংস্করণে তাহা সংশোধন করা হইবে ইনশাআল্লাহ্। এই গ্রন্থ পাঠ করিয়া পাঠকগণ বিন্দু মাত্র উপকৃত হইলে আমার পরিশ্রম সার্থক হইয়াছে বলিয়া মনে করিব। বিনীত- গ্রন্থকার
সূচিপত্র * পূর্বাভাস * হযরত আদম (আঃ) কে সৃষ্টি * আদম (আঃ) এর সম্মান * হযরত হাওয়া (আঃ) কে সৃষ্টি * আদম ও হাওয়া (আঃ) এর বিবাহ * শয়তানের আক্রোশ * শয়তানের ধোকা * আদম ও হাওয়া (আঃ) এর দুনিয়ায় আগমন * আদম ও হাওয়া (আঃ) এর সংসার জীবন * হাবীলকে হত্যা * হযরত আদম (আঃ) এর ইন্তেকাল * হযরত হাওয়া (আঃ) এর ইন্তেকাল * আদম (আঃ) সম্বন্ধে পবিত্র কোরআনের বাণী * শয়তান সম্বন্ধে পবিত্র কোরআনের বাণী * কাবীল সম্বন্ধে পবিত্র কোরআনের বাণী