হয়ে ওঠো একজন প্রবলেম সলভার (আরডুইনো আইওটি রোবটিক্স) (পেপারব্যাক)
বইবাজার মূল্য : ৳ ৩৮৪ (২০% ছাড়ে)
মুদ্রিত মূল্য : ৳ ৪৮০
প্রকাশনী : দ্বিমিক প্রকাশনী
বিষয় : গণিত , বইমেলা ২০২০
আরডুইনো, আইওটি ও রোবটিক্স নিয়ে অসাধারণ একটি বই। যাদের এই ব্যাপারগুলো নিয়ে আগ্রহ আছে তাদের জন্য অনেক উপকারি একটি বই হয়ে ওঠো একজন প্রবলেম সলভার। বইটি এতো সহজ ভাষায় লেখা হয়েছে যা পাঠকের বুঝতে কোন সমস্যা হবে না। আরডুইনো নিয়ে আমার অনেক আগের থেকেই আগ্রহ ছিল। কিন্তু জটিল ভেবে এতো দিন একটা ভয় কাজ করতো। বইটি পড়ার পর আমার ধারনাই পাল্টে গেছে। আমার মনে হয় এই বইটি যে পড়বে তারও এই রকম মনে হবে। আরডুইনো নিয়ে কাজ করার ব্যাপারে নতুন করে স্বপ্ন দেখাবে এই বইটি।
রবোটিক্স নিয়ে যাঁদের মাথা অলটাইম সার্কিট হয়ে থাকে, তাঁদের কাছে আরডুইনো একটি পরিচিত নাম। আরডুইনো এক কথায় একটি প্রোটোটাইপ হার্ডওয়ার। সি কিংবা সি++ ল্যাংগুয়েজ জানা থাকলেই আরডুইনো প্রোগ্রাম করা যায়। রোবোটিক্স এর একদম বিগিনিং থেকে শুরু করে মোটামুটি মিড লেভেল পর্যন্ত প্রসেস আরডুইনোতেই করা যায়। বাংলাদেশে আমরা মূলতঃ বিভিন্ন সায়েন্স প্রজেক্টের জন্য বানানো হার্ডওয়ার, বা মেশিনের জন্য আরডুইনো শেখা জরুরী। ইন্টারনেট অব থিংস, হার্ডওয়্যার ইন্টিগ্রেশন, কিংবা সোজা কথায় রিমোট কন্ট্রোলের মাধ্যমে এলইডি, ফ্যান ইত্যাদি চালানোর জন্য যে নুব প্রোগ্রামিংগুলো করা হয় সেগুলোর জন্য আরডুইনো বেস্ট চয়েস। বলা হয় যে, হবিস্ট থেকে শুরু করে প্রফেশনালিস্ট সবার জন্যই আরডুইনো প্রয়োজনীয় একটি ডিভাইস। হয়ে উঠুন একজন প্রবলেম সলভার বইটিতে মূলতঃ আরডুইনোর বিভিন্ন প্রবলেম এবং সেগুলোর সল্ভ করার পদ্ধতি, প্রক্রিয়া নিয়ে আলোচনা করা হয়েছে। এই বইটি আরডুইনো শেখার জন্য নয় বরং এটিকে বলা যায় আরডুইনো ডিবাগার। আরডুইনোর বিভিন্ন লজিক নিয়ে যারা ঝামেলায় পড়েন, প্রোগ্রামে সব ঠিক থাকার পরেও যাঁদের দেখা যায় মেশিন কন্ট্রোল হচ্ছেনা, এসব সমস্যার সমাধান নিয়ে এ বইটি লেখা। ইন্টারফেসিং কিংবা মাইক্রোকন্ট্রোলার কানেকশনের ক্ষেত্রে এসব ঝামেলা হয়, সেসব ব্যাপারে কিছু ক্রিয়েটিভ টিপস এন্ড ট্রিক্স শিখিয়ে দেওয়া হয়েছে। মোটকথা, এই বইটিতে হার্ডওয়্যার-সফটওয়্যার ইন্টিগ্রেশন নিয়েই বেশী আলোচনা করা হয়েছে। এসব প্রবলেম সল্ভ করার স্কিল ডেভেলপ করতে এই বইয়ের কোনো বিকল্প নেই। তাই বইটীর নামের মতো করেই বলতে হয় আরডুইনো এবং আইওটি রোবটিক্সে হয়ে উঠুন একজন প্রবলেম সলভার।