তুমি কি সেই সব লোকদের কখনো প্রশংসা করেছো, যারা সবদিক থেকে পরিপূর্ণ? তারা ব্যবসায়িক মিটিংয়ে যেমন সাবলীলভাবে কথা বলে তেমনি সামাজিক কার্যক্রমেও সম্পৃক্ত। তারা কর্মক্ষেত্রে হয় অনন্য, জীবনসঙ্গী হিসেবে মধুর, বন্ধুদের মাঝে খাঁটি, আর্থিকভাবে সাবলম্বী এবং রুচিতে হয় আধুনিক।
তবে একটু অপেক্ষা করো! ভেবে দেখো তো, তাদের অনেকের চেয়ে তুমি কি বুদ্ধিমান নও? তারা শিক্ষাক্ষেত্রেও তোমার চেয়ে পিছিয়ে। এমনকি দেখতেও তোমার মতো নয়। এটা কীভাবে সম্ভব? ( কিছু মানুষ ভাবে, তারা জন্ম থেকেই এ গুণ পেয়েছে। কারও মতে, তারা এসব রপ্ত করেছে। এমন মানুষও দেখবে, যারা ভাবে ; তারা ভাগ্যবান তাই এসব গুণ পেয়েছে। তাদেরকে বলি – চিন্তাকে প্রসারিত করো। ) তারা কীভাবে অন্যদের থেকে নিজেদের আলাদা করেছে?
তুমি দেখবে, তাদের কেউই একদিনে সব অর্জন করেনি। উল্টো বছরের পর বছর তারা শিখেছে। শতো শতো মানুষের সংস্পর্শে গিয়েছে। ধাপে ধাপে উপরে উঠেছে। এভাবেই সামজিক এবং কর্মক্ষেত্রে নিজেদের নিয়ে গেছে অনন্য উচ্চতায়।