কীভাবে পাঠ্যভ্যাস গড়ে তুলবেন, এবং পড়াশোনা করার বৈজ্ঞানিক নিয়ম কানুনসহ পড়াশোনা বিষয়ক নানা রকম গাইডলাইন প্রণয়ন করে দেখানো হয়েছে, রন পে রচিত, হাউ টু স্টাডি নামক বইতে।
ছাত্র ছাত্রীদের পাশা পাশি, লেখক গবেষক ও চিন্তাশীল পাঠকদের জন্য অতি গুরুত্বপূর্ণ ও সহায়ক পাঠ্য বইয়ের ভূমিকা পালন করবে বইটি।