বিশ্ব অর্থনীতিতে শেয়ার বাজারের অবদান অনস্বীকার্য। বলতে গেলে শেয়ারের উত্থান-পতনের সাথে যেন পুরো দুনিয়া নড়ে উঠে। মানুষের কষ্টার্জিত অর্থ বিনিয়োগের এই ক্ষেত্রটি তাই ভালোভাবে চিনে নেয়া অত্যন্ত জরুরী। বিশ্বখ্যাত সফল উদ্যোক্তা উইলিয়াম জে. ও’নিল তাঁর প্রসিদ্ধ গ্রন্থ ‘হাউ টু মেক মানি ইন স্টকস’ এ শেয়ার বাজারের বিষয়ে এত বিপুলভাবে ফুটিয়ে তুলেছেন যে নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জের গতানুগতিক ধারাকে অতিক্রম করে এটি অসম্ভবকে সম্ভব করতে সক্ষম হয়েছে। চমৎকার নিদর্শন, বাস্তবসম্মত রূপরেখা, সূক্ষণ কিছু কৌশল ও তীক্ষ গবেষণায় সমৃদ্ধ এই বই প্রমাণ করেছে যে শেয়ার বাজার কেবল ভাগ্যবান বা ধনীদের জন্য নয়। সমস্ত পেশার মানুষ যে কোনো পরিস্থিতিতে এতে অর্থ বিনিয়োগ করে লাভের ফসল নিশ্চিন্তে ঘরে তুলতে পারে। তবে তাদের স্পষ্ট ধারণা থাকতে হবে যে কিভাবে তারা স্টক বাছাই করবে, কখন বিনিয়োগ করবে ও কোন পরিস্থিতিতে স্টক কিক্রি করতে হবে। আর এসব গুরুত্বপূর্ণ তথ্যাবলী জানার জন্য আজই সংগ্রহ করুন ‘উইলিয়াম জে. ও’নিল’ এর ‘হাউ টু মেক মানি ইন স্টকস’। মনে রাখবেন, বইটি পড়লেই কাজ ফুরিয়ে যাবে না। অত্যন্ত সতর্কতার সাথে নিয়মগুলো প্রয়োগ করতে হবে। কাজেই পড়ুন , প্রয়োগ করুন ও একটি মাত্র জীবনকে চমৎকারভাবে যাপন করুন।