সত্যিকারের ভালবাসা আমাদের সৌন্দর্য, সতেজতা, দৃঢ়তা, স্বাধীনতা ও শান্তি দেয়।' Thich Nhat Hanh ( থিক নাথ হান ) তার লেখনীতে স্বচ্ছতা, সহানুভূতি এবং মানসিক অবস্থা ঠিক রেখে কীভাবে ভালোবাসতে হয় এই কঠিন প্রশ্ন বুঝিয়েছেন। এখানে শারীরিক ঘনিষ্ঠতা সম্পর্কে ধারণা আছে, বিশ্লেষণ করা হয়েছে আমাদের রোমান্টিকতা এবং সম্পর্কের ঘনিষ্ঠতা নিয়ে। তিনি আমাদের দেখিয়েছেন কিভাবে আমাদের হৃদয় খুলে নিজেদেরকে এবং বিশ্বকে আলিঙ্গন করতে হয়।