গ্রন্থটির বিশেষত্ব এটি একটি আন্তরিকতাপূর্ণ হৃদয়স্পর্শী ও দায়িত্বনিষ্ঠ গবেষণা যাতে মানবজীবনের বিয়োগান্তক দিক আলোচনার প্রতি গুরুত্ব দেয়া হয়েছে। এতে আলোচনা করা হয়েছে উদ্বেগ-উৎকণ্ঠা, অনাস্থা-অবিশ্বাস, ক্লান্তি-বিষাদ, চিন্তা-দুশ্চিন্তা, দুঃখ-বিষাদ, হতাশা-নিরাশা ও ব্যর্থতা বিফলতার নানাদিক। এটি হলো ওহীর আলো, রিসালাতের নির্দেশনা এবং সরলপন্থী স্বভাব-প্রকৃতি, যথার্থ অভিজ্ঞতা, জীবন্ত ও শিক্ষার আলোকে যুগ সমস্যার সমাধান। এতে রয়েছে পরম আদর্শ ব্যক্তিত্ব সাহাবী ও উৎকৃষ্টতম ব্যক্তিত্ব তাবেয়ীগণের বাণী এবং এতে আরো রয়েছে কবি-সাহিত্যিকদের কাব্য-উপহার, চিকিৎসাবিদ ও দার্শনিকদের উপদেশ এবং আলেমগণের দিকনির্দেশনা। এ গ্রন্থটি বহু বিষয়ের সমন্বয়ে রচিত এক পরিমার্জিত ও পরিশীলিত সাধনা, এক কথায় এ গ্রন্থটি আপনার উদ্দেশ্যে বলে-সুখী হোন, প্রশান্ত হোন, সুখের বার্তা শুনুন, আশাবাদী হোন, দুশ্চিন্তা পরিহার করুন। ড. আয়েয আল কারনীড. আয়েয বিন আব্দুল্লাহ আল কারনী একাধারে একজন দায়ী লেখক, কবি ও গবেষক। তবে একজন সফল দায়ী হিসেবেই তিনি মুসলিম বিশ্বের জ্ঞানী ও গুণী মহলে সমাদৃত। তার ভাষাশৈলী সাহিত্য জগতে তাকে করে তুলেছে অনন্য। তার লিখনীতে রয়েছে অসাধারণ এক সম্মোহনী শক্তি। শব্দ ও বাক্যের সুরমূর্ছনায়, ভাব ও আবেগের বিমোহিত হয়ে যায। তার রচিত ‘লা-তাহযান’ তেমনি একটি অসাধারণ গ্রন্থ প্রকাশিত হওয়ার সাথে সাথেই যা অর্জন করে অবিশ্বাস্য ব্যাপক পাঠকপ্রিয়তা। সমকালীন গ্রন্থ-সম্ভারে সত্যিই যা অতুলনীয়। তিনি একজন ঈর্ষনীয় বক্তাও বটে। বড়ই হৃদয়স্পর্শী ও আবেগউদ্দীপক তার বক্তৃতা। বিভিন্ন সভা-সেমিনারে তার প্রদত্ত বক্তৃতার ক্যাসেট সংখ্যা হাজারের ও অধিক।