পাক-ভারতের রাজনৈতিক ইতিহাসে হােসেন শহীদ সােহরাওয়ার্দী একটি উজ্জ্বল তারকার নাম। তিনি উপ-মহাদেশের মুসলমান অধিবাসীদের রাজনৈতিক ও অন্যান্য অধিকার আদায়ে আজীবন চেষ্টা চালিয়ে গেছেন। কলকাতা সেন্ট জেভিয়ার্স কলেজ ও কলকাতা বিশ্ববিদ্যালয়ে শিক্ষা গ্রহণ শেষে তিনি ১৯১৩ সালে যুক্তরাজ্যে পাড়ি জমান।
যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে তিনি বিজ্ঞান বিষয়ে সম্মানসহ স্নাতক অর্জন করেন। এছাড়া এখানে তিনি আইন বিষয়েও পড়াশােনা করেন এবং বিসিএল ডিগ্রী অর্জন করেন।
১৯১৮ সালে গ্রেস ইন হতে বার এট ল ডিগ্রী অর্জন করেন। এরপর ১৯২১ সালে কলকাতায় ফিরে এসে আইন পেশায় নিয়ােজিত হন। এর পর তিনি রাজনীতিতে জড়িয়ে পড়েন। তিনি তৎকালীন ভারতের রাজধানী কলকাতার ডেপুটি মেয়র ছিলেন। তিনি ছিলেন এই পদে প্রথম বাঙালি মুসলিম। তিনি অবিভক্ত বাংলার প্রধানমন্ত্রী, পাকিস্তান স্বাধীন হওয়ার পর দেশটির প্রতিরক্ষামন্ত্রী ও প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। | গণতন্ত্রের জন্য আজীবন লড়াই করে গেছেন। এ জন্য তাঁকে গণতন্ত্রের মানসপুত্র বলে অভিহিত করা হয়ে থাকে। বাংলায় হিন্দু মুসলমান মিলনের অগ্রদূত হিসেবেও বিবেচনা করা হয় তাকে। ইতিহাসে তার যথার্থ মূল্যায়ন হয় নি বলেই মনে হয়। তাঁকে নিয়ে আরাে গবেষণা ও আলােচনা পর্যালােচনার প্রয়ােজন রয়েছে।
তিনি লেবাননের বৈরুতে ইন্তেকাল করেন। তা না হলে আরাে দীর্ঘকাল এ উপমহাদেশের রাজনৈতিক আকাশে আরাে উজ্জ্বলতর জ্যোতিষ্কের মতাে বিরাজ করতে পারতেন
আহমদ মতিউর রহমান
আহমদ মতিউর রহমান কবি-ছড়াকার-প্রাবন্ধিক হিসেবে পরিচিত। তবে ছােটগল্প ও ভ্রমণ কাহিনির ক্ষেত্রেও তার হাত অসামান্য। ভ্রমণ উপন্যাস নীলগিরি কক্সবাজার এর মধ্য দিয়ে তার নতুন প্রকাশ। তার লেখালেখির শুরু নারায়ণগঞ্জে স্কুল জীবন । থেকেই। জন্ম ১৯৫৯ সালের ৩১ জানুয়ারি মতলব, চাদপুরে। বেড়ে উঠেছেন মুন্সীগঞ্জ ও নারায়ণগঞ্জে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলায় অনার্সসহ মাস্টার্স করেছেন। এরপর পেশা হিসেবে বেছে নিয়েছেন। সাংবাদিকতা। বাংলাদেশ টেলিভিশনের বার্তা বিভাগে কাজ করেছেন দুই যুগ। এছাড়া মাসিক ফুলকুঁড়ি পত্রিকার সঙ্গে যুক্ত ছিলেন দীর্ঘদিন। প্রকাশিত গ্রন্থ : সােনারং বিকেলে (গল্প), গল্পগুলাে ভূতের (গল্প), প্রজাপতির রঙিন পাখা (ছড়া), ধিচিং লালের ছড়া (ছড়া), লাল লাল নীল নীল (ছড়া), সাংকেতিক চিহ্নগুলাে (কবিতা), বিশ্বকাপ ফুটবল ১৯৯০ (খেলাধুলা)। জীবনীগ্রন্থ : বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, পল্লীকবি জসীম উদ্দীন, মহীয়সী বেগম রােকেয়া, শেরে বাংলা এ কে ফজলুল হক, হােসেন শহীদ সােহরাওয়ার্দী, জ্ঞানতাপস ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ্, বিজ্ঞানী সার আইজ্যাক নিউটন ও বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন।