হে পৃথিবীপুত্র ও কণ্যাগণ-এই মহান প্রকৃতির সাথে মিশে গিয়ে তোমরা কুড়াও, কুড়াতে থাকো গান। তোমাদের আত্মাকে বিশুদ্ধ করো-মনকে স্থির করো-শরীরকে সুন্দর করো সুর ও সঙ্গীতের তীব্র মায়াজালে। জল আর জলজ হাওয়ায় থাকে গান। বৃক্ষের বুকের ভিতর থাকে পৃথিবীর যাবতীয় প্রাচীন ও আবহমান সঙ্গীত। পাখির আত্মায় থাকে থাকে গান। গান। সে জন্মগতভাবে গায়ক। জলের ধারে, নন্দীর কিনারে, বৃক্ষের প্রশাখায় পাখির প্রতিবেশী হয়ে তোমরা বানাতে পারো তোমাদের কুটির, গাছবাড়ি, সারি সারি তাঁবুর কোলাহল। তুমি ও তোমরা আছো গানের সীমানায়। শেষ রাত্রির প্রহরে তুমি বুক তুলে দাঁড়াও-ভোরের হাওয়া মাখো তোমার হৃদয়ে-আত্মায়-বুকে।
গ্যাব্রিয়েল সুমন
Overall Ratings (0)