হোমো স্যাপিয়েন্স রিটেলিং আওয়ার স্টোরি
বিজ্ঞানবাদ, বিজ্ঞানের দর্শন, Cosmology, বিবর্তনবাদ ইত্যাদি বিষয়ে হাতেখড়ির জন্য বেশ ভালো বই। আপনি যদি মাধ্যমিক বা উচ্চমাধ্যমিক শ্রেণির শিক্ষার্থী হয়ে থাকেন কিংবা বিজ্ঞান নিয়ে অতিমুগ্ধতায় ভুগে থাকেন, তাহলে বইটি আপনার জন্য অবশ্যপাঠ্য। লেখকের লেখার ধরন যথেষ্ট সাবলীল।
হোমো স্যাপিয়েন্স রিটেলিং আওয়ার স্টোরি৷ বইটি অসাধারণ একটা বই। আজকের এই বিজ্ঞান প্রযুক্তি যুগে আমার পুরপুরি বিজ্ঞান নির্বর হয়ে পড়েছি। আমাদের গল্পগুলো ভিন্ন ধরনের মাধ্যমে এখানে তুলে ধরা হয়েছে । কিছু ভ্রান্ত ধারণা দুর করতে সাহায্য করবে।
আমরা স্যাপিয়েনস, হোমো স্যাপিয়েনস। সুবিশাল মহাবিশ্বের এক সর্পিলাকার গ্যালাক্সির খুব সৌভাগ্যময় এলাকায় আমাদের নিবাস। এই এলাকার আদুরে নাম গোলডিলকস জোন। কীভাবে এই মহাবিশ্বের সূচনা ও বিকাশ হলো, নীলনয়না এই গ্রহে আমরা কবে এলাম, কীভাবে এলাম - এসব চিরাচরিত জিজ্ঞাসার উত্তর তোমরা হয়তো শুনেছো। হালফিলে বিজ্ঞান দিয়ে এসব প্রশ্নের উত্তর না পেলে, অনেকের কাছে স্বাদটা কেমন যেন পানসে মনে হয়। তোমরা জেনেছো, পৃথিবীর অবস্থাকে জগতের কেন্দ্র থেকে এককোণায় ঠেলে দিয়েছিলেন কোপারনিকাস। কিন্তু তারপরও আমাদের বিশেষত্ব ক্ষুণ্ণ হয় নি-এটা মনে হয় জানো না। ডারউইন এসে বোঝালেন-আমরা আলাদা কিচ্ছু না, বরং অন্যান্য পশুর মতই। তবুও আমাদের স্বপ্নগুলো ধূসর হলো না। আমরা এখনো স্বপ্ন দেখি, গল্প-কবিতা লিখি, কল্পনার ঘুড়ি উড়িয়ে দিই নীলাম্বরে! বিজ্ঞানের সুধা পান করে তোমরা অনেক কিছু জেনেছো। আবার অনেক কিছুই জানো নি। কী জানো নি? কেন জানো নি? জানা কী দরকার? তোমার চিন্তার বাতায়নে মিষ্টি হাওয়া হয়ে মুখরিত হতে চাই, কানে কানে বলতে চাই - এসো, আমাদের গল্পটা আরো একবার শুনি। একটু ভিন্ন ধাঁচে, একটু ভিন্ন রঙে। আমরা হোমো স্যাপিয়েনস, আর এটা আমাদের গল্প।
হোমো স্যাপিইয়েন্স ঃ রিটেলিং আওয়ার স্টোরি সময়োপযোগী একটি বিজ্ঞানভিত্তিক বই। অনেক ভ্রান্ত ধারনা কেটে যাবে এই বইটি পড়ার পর। খুবই বিশ্লেষণমূলক একটি বই এটি। লেখার মানও যথেষ্ট ভালো।
“আজকের সভ্যতার অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে বিজ্ঞান নির্ভরতা। প্রযুক্তির চোখ ধাঁধানো আলোয় বিজ্ঞানের প্রতি আমাদের বিশ্বাস বেড়ে গেছে বহুগুণ। বিশ্বজগত ও মানুষের আবির্ভাব নিয়েও বিজ্ঞানের বলার আছে অনেক কিছু। সেই গল্পকে একটু ভিন্ন আঙ্গিকে দেখলে কেমন হয়? একটু গভীরে গিয়ে সত্যাসত্য যাচাই করলে কেমন হয়? তার জন্য "হোমো স্যাপিয়েন্স রিটেলিং আওয়ার স্টোরি বইটি পড়া উচিৎ।