জর্জ অরওয়েলের জন্ম ২৫ জুন ১৯০৩, লন্ডনে। তার আসল নাম এরিক আর্থার ব্লেয়ার। তিনি ছিলেন একাধারে সাংবাদিক, ঔপন্যাসিক ব্যঙ্গ সাহিত্যিক ও কবি। স্পেনীয় সিভিল যুদ্ধে তিনি স্বেচ্ছাসেবকের ভূমিকা পালন করেন। সেই অভিজ্ঞতা নিয়ে লেখা ১৯৩৮ সালে প্রকাশিত হয় "হােমেজ টু ক্যাটালােনিয়া" বইটি সমাজজীবনে এতটাই প্রভাব ফেলে যে, তার মৃত্যুর পরে “ওরওয়েলিয়ান” শব্দটা স্বৈরাচার ও একদলীয় সমাজব্যবস্থার বিরুদ্ধে প্রতীকী শব্দে পরিণত হয়। বিখ্যাত ব্রিটিশ সাপ্তাহিক "দ্য ইকোনােমিস্ট" জর্জ অরওয়েলকে ২০০৮ সালে ইংরেজি সংস্কৃতিতে বিংশ শতাব্দীর সেরা ঘটনাপঞ্জি লেখক হিসেবে ঘােষণা করে। তার দুটি উপন্যাস- “অ্যানিমেল ফার্ম” ও “নাইনটিন এইটি ফোর” বিংশ শতাব্দীর সর্বশ্রেষ্ঠ গ্রন্থের তালিকায় স্থান পেয়েছে। আজীবন স্বৈরাচার ও একদলীয় মতবাদের বিরুদ্ধে সােচ্চার এ লেখক যক্ষ্মা রােগে আক্রান্ত হয়ে ২১ জানুয়ারি ১৯৫০ সালে মাত্র ৪৬ বছর বয়সে মৃত্যুবরণ করেন। তার উল্লেখযােগ্য বই- ডাউন এন্ড ইন প্যারিস এন্ড লন্ডন (১৯৩৩), বার্মিজ ড্রেজ (১৯৩৪), দ্য রােড টু উইগান পিয়ের (১৯৩৭), হােমেজ টু ক্যাটালােনিয়া (১৯৩৮), অ্যানিমেল ফার্ম (১৯৪৫), নাইনটিন এইটি ফোর (১৯৪৯)।