হিটলারের মৃত্যুরহস্য যিনি উদঘাটন করেছেন একমাত্র নির্ভরযোগ্য জীবিত চাক্ষুস সাক্ষী তার ব্যক্তিগত সহকারী ট্রডল য়্যঙ। সেই মহাযুদ্ধ বিক্ষুব্ধ সময়ে ১৯৪২ থেকে তার আমৃত্যু ১৯৪৬ সাল পর্যন্ত অত্যন্ত কাছ থেকে দেখেছেন তাকে একই যুদ্ধ বাংকারে থেকে। কেমন মানুষ ছিলেন হিটলার, তার ব্যক্তিজীবন কেমন, সে সকল অন্তরঙ্গ বর্ণনা লিপিবদ্ধ হয়েছে এই বইতে। বিভিন্ন ভাষায় অনূদিত হয়ে কোটি কোটি কপি বিক্রি হয়েছে এই বই।