বাংলাদেশের উত্তরের জেলা হিমালয়ের পাদদেশে অবস্থিত ঠাকুরগাঁও-এর কেশুরবাড়ি গ্রামে ২৫ আগস্ট ১৯৭৪ খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন মানিকুল ইসলাম। মা মাজেদা খানম বাবা মাে. নজিবউদ্দিনের প্রথম সন্তান তিনি। বাবার কাছেই প্রথম পড়ালেখার সূচনা এবং তার কাছেই অর্জন করেন জগৎ জীবন সম্পর্কে সম্যক ধারণা। মফস্বল ও নগরবােধ দ্বারা আত্মমগ্ন মানিকুল বি. এ. অনার্স ও এম. এ. ডিগ্রি লাভ করেন বাংলা বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে। তিনি এম. এ. পরীক্ষায় প্রথম শ্রেণিতে প্রথম স্থান অর্জন করে কৃতিত্বের স্বাক্ষর রাখেন। ২০০৯ সালে এই বিশ্ববিদ্যালয়ের ফোকলাের বিভাগ থেকে পান এম.ফিল. ডিগ্রি। তিনি আধুনিক বাংলা কাব্যে দুঃখবাদী চেতনা নিয়ে পিএইচ.ডি. গবেষণারত বাংলা বিভাগ, রাজশাহী বিশ্বদ্যিালয়ে । বর্তমানে তিনি এ-বিভাগে অধ্যাপনা পেশায় যুক্ত । শিল্প, সাহিত্য-বিষয়ক বিভিন্ন গবেষণামূলক প্রবন্ধ-নিবন্ধ লিখেন মানিক শামস নামে। মুক্তচিন্তা ও নন-ট্রাডিশনাল মননে অভ্যস্ত মানিকুল স্বদেশ মানুষের অগ্রযাত্রা দেখেন মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবােধে। কন্যা বৃহনরা পুত্র বিমূর্ত মানিক এবং সহধর্মিণী আসমা আক্তার মুক্তিকে নিয়ে তার ঘরকন্না।