মানবজাতির প্রতি প্রকৃতির একটি অমূল্য উপহার এই রত্ন-পাথর। রত্ন-পাথর সরা বিশ্বেই সমাদৃত। রত্নের প্রতি কম-বেশি সবারই আর্কষণ আছ। জীবনকে বর্ণিল শোভায় সাজাতে দ্যুতিময় রত্ন-রাজির ব্যবহার দখো যায়। দৈনন্দনি জীবনরে জাটলিতা, হাতাশা কাটাতে আশ্রয় ননে। অনেকে প্রয়িজনরে মন জয় করতে মূল্যবান রত্ন উপহার দনে। রত্ন-পাথর মূল্যবান সামগ্রীই শুধু নয়, জীবন্ত ইতহিাসও। অনকেগুলোর সঙ্গে জড়িয়ে রয়েছে নানা কিংবদন্তি ও লোমর্হষক কাহিনী। হীরা মানকি পান্নাতে লেখক সইে সব কথার পাশাপাশি বচিত্রি সব রত্ন-পাথররে পরচিয় তুলে এনছেনে।
হাসান শরীফ
হাসান শরীফ, জন্ম ১৯৬৭ সালে ঢাকায়। পড়াশোনা পরিসংখ্যানে। পেশা সাংবাদিকতা। পেশাগত কারণেই বিভিন্ন বিষয়ে লেখালেখিতে সম্পৃক্ততা। অনুবাদের কাজও করেন। তবে বিশেষ আগ্রহ ইতিহাসে। বাঙালি মুসলমান ও উপমহাদেশের ইতিহাসের প্রতি রয়েছে আকর্ষণ। প্রকাশিত গ্রন্থগুলোর মধ্যে রয়েছে সেরা ১০০ ক্রীড়াব্যক্তিত্ব (অ্যাডর্ন পাবলিকেশন, ২০০৮) এবং রিচার্ড এম. ইটনের সাড়া জাগানো দি রাইজ অব ইসলাম অ্যান্ড বেঙ্গল ফ্রন্টিয়ার, ১২০৪-১৭৬০ এর অনুবাদ (ইসলামিক ফাউণ্ডেশন বাংলাদেশ, ২০০৮)।