“হিন্দুধর্ম” বইয়ের প্রথম ফ্ল্যাপের কথা: পাঁচ হাজার বছর ধরে বহু সংস্কৃতি ও ঐতিহ্যপূর্ণ হিন্দুধৰ্ম ভারতবর্ষের ধর্মান্দোলনের ধারাগুলির জন্ম দিয়েছে এবং আত্মীকরণ করেছে। এই গ্রন্থটি বিভিন্ন মতধারা এবং পথের সঙ্গে আমাদের একটি মূল্যবান পরিচয় প্রদান করে। ক্ষিতিমোহন সেন সিন্ধু উপত্যকার সভ্যতা থেকে খ্রিস্টপূর্ব দ্বিতীয়-তৃতীয় শতাব্দী পর্যন্ত ইতিহাস এবং বৌদ্ধধর্ম, জৈনধর্ম ও বর্ণনা করেছেন। বহির্ভারত থেকে আগত ধর্মগুলির প্রভাব, যেমন চতুর্থ শতাব্দীতে খ্রিস্টধর্ম ছাড়াও ইসলাম ধর্মের আগমন এবং হিন্দুধর্মের উপর তার প্রভাব সম্বন্ধে বিস্তারিত আলোচনা আছে। লোকাচার, উৎসব-অনুষ্ঠান, জাতিভেদ প্রথা, এই প্রথার সমর্থক এবং লেখকের দৌহিত্র অমর্ত্য সেন তার এই পটভূমি এবং বহু সংস্কৃতির সমন্বয়পূর্ণ ব্যাখ্যা করেছেন। পাণ্ডিত্যপূর্ণ অথচ সহজবাধ্য এই গ্রন্থটি প্রাচীন ও সতত পরিবর্তনশীল হিন্দুধৰ্ম সম্বন্ধে আগ্রহী পাঠকের কাছে পথপ্রদর্শকের ভূমিকা পালন করবে।
সূচি * প্ৰস্তাবনা- অমর্ত্য সেন ভূমিকা * প্রথম ভাগ * হিন্দুধর্মের প্রকৃতি ও মূলতত্ত্ব ১.সূচনা ७ ২. হিন্দুধর্মের প্রকৃতি ও বিকাশ ৭ ৩. সামাজিক আদর্শ ও মূল্যবোধ ১২ ৪. বৰ্ণভেদ বা জাতিভেদ প্ৰথা ১৮ ৫. লোকাচার ও উৎসব-অনুষ্ঠান ২৩ ৬. সংহতি ও স্বাধীনতা ২৮ দ্বিতীয় ভাগ * হিন্দুধর্মের ঐতিহাসিক বিবর্তন ৭. সিন্ধু উপত্যকার সভ্যতা ৩৫ ৮. বৈদিক যুগ ৩৭ ৯. বৈদিক সংস্কৃতি ও শিক্ষা ৪২ ১০. উপনিষদ ও গীতা ৪৬ ১১. সাংস্কৃতিক সমন্বয় ও ভারতীয় জীবনে তার প্রভাব ৫২ ১২. জৈনধর্ম ও বৌদ্ধধর্ম ৫৭ ১৩. অন্য কয়েকটি অবৈদিক ধারা ৬৩ ১৪. রামায়ণ, মহাভারত ও পুরাণ ৬৬ ১৫. ষড়দর্শন ৭২ ১৬. বহির্ভারতে হিন্দুধর্ম ৮০ ১৭. ভক্তি-ধর্মান্দোলন। ৮৫ ১৮. উত্তর ভারতের মধ্যযুগীয় মরমিয়া সাধনা। ৯১ ১৯. বাউল ৯৭ ২০. আধুনিক ধারা ১০২ তৃতীয় ভাগ * হিন্দু হিন্দুধর্মগ্রন্থ থেকে নির্বাচিত অংশ ক. ঋকবেদ ১০৯ খ. অথর্ববেদ ১১৬ গ. উপনিষদ ১২৪ ঘ. ভগবদ্গীতা ১৪৩ নির্দেশিকা ১৫৩