বুকের উপর থেকে পাথর সরাতে সরাতে কখন চারপাশে তৈরি হয়েছে অনির্বচনীয় পাহাড় তা ঠিক টের পাইনি। এই মানবহীন পাহাড়ে ঠিক কতকাল ধরে সায়ংসন্ধ্যা স্থায়ী হয়ে আছে, কে জানে! এই অন্ধকারে তাকালে মনে হয় আকাশ ডুবে গেছে সূর্যে আর চারিদিকে যে ঘোলা ঘোলা বিভ্রম তা ভরা থাকে দুঃখী মেঘের অশ্রুতে। তবু আমি সবকিছু স্পষ্ট দেখতে পাই কিংবা এমনও হতে পারে আমি অভিনয় করি দেখার। সে কবে চোখের মধ্যে একটা নক্ষত্র এসে হারিয়ে ফেলেছে পালাবার পথ, সেও নিভু নিভু জ্বলে আর আমি পৃথিবী থেকে উত্তরাধিকার সূত্রে পাওয়া একটি প্রদীপ হাতে নিয়ে বসে থাকি আলো আবিস্কারের অপেক্ষায়। যে আলো আমাকে পথ দেখিয়ে নিয়ে যাবে হিম বাতাসের জীবনের কাছে।