আমি রোদরঞ্জন হতে চেয়েছিলাম। সামান্য উত্তাপে মরে যেতাম বলে তুমি আগলে রাখতে আমায়, এতটুকু পানির আধিক্যে আমি কান্নায় ভেঙে পড়তাম। তুমি জড়িয়ে ধরে চোখের জল মুছতে। তোমার ভালোবাসার মাত্রাতিরিক্ত অধিকারের নেশায় আমি রোদরঞ্জন হয়ে ফুটতে চেয়েছিলাম। আফসোস, বিধাতা আমায় বানালেন কাঁটাওয়ালা ক্যাকটাস
ইফতেখার আবির
Overall Ratings (0)