'হিজলের ফুল জলে ভাসা ভুল' উপন্যাসটি আমার ভাবনার জগতে বছর তিনেক ধরে আলোড়ন তুলে চলেছে। কোনোভাবেই শেষ করতে পারছিলাম না। তবে এর কোনো বিশেষ কারণ নেই। অসংখ্যবার এই গল্প আমি আশিককে বলেছি।
শেষ দিকে আশিক বলত, সেই চেয়ারম্যানবাড়ির গল্পটা এখনো শেষ হচ্ছে না কেন? দীর্ঘ সময় ধরে লেখায় একই কথা বারবার লিখেছি, সম্পাদনায়ও সময় লেগেছে অনেক।
ফিকশন মানে কল্পসাহিত্য, এর পেছনে সব সময় যুক্তি থাকে না। তবে জীবনও তো যুক্তি দিয়ে চলে না। আমরা তো অযৌক্তিক কত কিছুই করি।