বহুমুখী প্রতিভাদীপ্ত আনােয়ার হােসেন লালন প্রিন্ট মিডিয়ার পাশাপাশি ইলেকট্রনিক মিডিয়ায়ও সংযুক্ত রয়েছেন। টিভি নাটক ও চলচ্চিত্র স্ক্রিপ্ট লেখার পাশাপাশি একাধিক নাটক-চলচ্চিত্রে তিনি অভিনয়ও করেছেন । “হিজাব পরা সেই মেয়েটি' উপন্যাসটি আনােয়ার হােসেন লালনের এক অনন্যসাধারণ সৃষ্টি। লেখকের অন্যান্য বইয়ের মতাে এই বইটিও সব ধরনের পাঠকের হৃদয় ছুয়ে যাবে এবং পাঠক চারিত্রিক উন্নয়নসহ দেশ ও জাতিপ্রেমে উদ্বুদ্ধ হতে পারবে বলেই বিশ্বাস।