অনেক বছর ধরে বাংলা সাহিত্যের পাঠকরা হাইকু শব্দটির সঙ্গে পরিচিত। রবীন্দ্রনাথ হাইকুর সঙ্গে বাংলা ভাষার পাঠকদের পরিচয় করিয়ে দিয়েছিলেন 'জাপানযাত্রী' গ্রন্থের মাধ্যমে। 'জাপানযাত্রী' গ্রন্থে হাইকুর সঙ্গে পরিচয় করাতে গিয়ে তিনি মন্তব্য করেছেন, তিন লাইনের কবিতাকে হাইকু বলে। পৃথিবীতে সবচেয়ে ক্ষুদ্রতম কবিতা এই হাইকু। তিন লাইনের কাব্য, এই জগতে আর কোথাও নাই। হাইকু হলো জাপানি বড় কবিতার ক্ষুদ্রতম রূপ।
তানভীর হাসান বিপ্লব
সম্পাদক, কবি ও শিশুসাহিত্যিক। ২৮ শে ডিসেম্বর লক্ষীপুর জেলার, চন্দ্রগঞ্জ থানার অন্তগর্ত- হাজিরপাড়া ইউনিয়নে সম্ভ্রান্ত এক মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। পিতা : আবুল কাশেম। মাতা : হাছিনা বেগম। গ্রামেরই আলো-বাতাসে বেড়ে উঠেছেন তিনি। ছোটবেলা থেকেই ছিলেন সাহিত্যানুরাগী। পেশা হিসেবে বেছে নিয়েছেন ব্যাবসা। বর্তমানে চট্টগ্রাম শহরেই ২০০৭ সাল থেকে নিজের ব্যাবসা-প্রতিষ্ঠানগুলো দেখাশোনা, চট্টগ্রামে মাসিক পত্রিকা ‘দৈনিক চট্টগ্রাম সমাচার’-এর সহযোগী সম্পাদক, ‘ইদানীং সাহিত্যচর্চা’ চট্টগ্রামকেন্দ্রের সহসভাপতি, হিলফুল ফুযুল সাহিত্য কানন - হিফুসাকা চট্টগ্রাম বিভাগীয় সমন্বয়কারী ও শিশুসাহিত্য সংগঠন ‘চাঁদের মেলা’র সহ-সাংগঠনিক সম্পাদক এবং চট্টগ্রামের শীর্ষস্থানীয় প্রকাশনা অক্ষরবৃত্ত প্রকাশনের মুখপত্র সাহিত্যের ছোটকাগজ ‘অক্ষরবৃত্ত’র সহযোগী সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। সাংবাদিকতা, সম্পাদনা, লেখালেখি ও সংগঠন-প্রতিটি ক্ষেত্রে তিনি সৎ, নিষ্ঠাবান ও পরিশ্রমী। হাজারো কর্মব্যস্ততার মাঝেও তার প্রিয় পাঠকদের জন্য তার আবেগ ও ভালোবাসা দিয়ে লিখে যাচ্ছেন। ২০০৮ সালের অমর একুশে বইমেলায় তার প্রথম একক কাব্যগ্রন্থ ‘আকাশের কান্না’ প্রকাশিত হয়। তার প্রকাশিত আরো একক কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে- মেঘলা আকাশ, ঔজ্জ্বল্য আকাশ, ছড়ায় ছড়ায় স্বরবর্ণ, প্রিয় হাইকু, প্রিয় হাইকু-২। মুজিব মানে বাংলাদেশ, মনপ্রবাহ ও বিনীত প্রকৃতি বই তিনটির সম্পাদনাসহ পত্রপত্রিকা ও যৌথ কাব্যগ্রন্থে প্রচুর লেখা লিখেছেন তিনি।