হাফিজ হবার মর্যাদা তো জানেন? বিচারদিনে আপনি একটা একটা করে সুরা পড়তে থাকবেন। আর তরতর করে জান্নাতে আপনার মর্যাদা বাড়তে থাকবে। যেখানে গিয়ে আপনার হিফ্জ করা অংশ শেষ হবে, জান্নাতের সেখানেই হবে আপনার ঠিকানা! ভালো লাগছে না চিন্তাটা করতে? শুধু তো এটুকুই না। আপনি ১০ জনের জন্য সুপারিশের এখতিয়ার পাবেন। লিস্ট করুন তো, কার কার জন্য সুপারিশ করবেন? ভাবছেন, গাছে কাঁঠাল রেখে আপনার গোঁফে তেল দিচ্ছি? মোটেও না। হাফিজ হবার জন্য বয়স কোনো বিষয় না। সময় নাই এটাও কোনো অজুহাত না। আপনার ইচ্ছে আছে কি না বলুন। বাকিটা আল্লাহ ব্যবস্থা করবেন। সবাই হাফিজ হতে পারে না। আল্লাহ যাকে এই বিশেষ নিয়ামা দেন, শুধু তিনিই পারেন। হোক না সেটা ৬ মাস কি ৬ বছরে। কারি মুবাশ্শির আনওয়ার 'হিফ্জ-যাত্রা' বইতে ৬ মাসে হাফিজ হবার ব্লু-প্রিন্ট দিয়েছেন। এই ব্লু-প্রিন্ট অনুসরণ করে আল্লাহ চাইলে আপনিও হাফিজ হতে পারেন। মৃত্যুর আগ-পর্যন্ত যতখানি মুখস্থ হয় হোক না। তবুও তো বাকিদের চে উচ্চতর জান্নাতে জায়গা পাবেন। এক্ষুনি বইটা হাতে নিন। আর দেখুন কী কী প্ল্যান-পরিকল্পনা দেয়া আছে আপনার মতো সাধারণ মানুষদের হাফিজ হওয়ার জন্য। শুভ হোক আপনার হিফ্জ-যাত্রা। 🙂