লেখক পরিচিতি আরিফ নজরুল মর্মে মর্মে রোমান্টিক কবি। তাঁর কবিসত্তার পটভূমিতে আছে জন্মভূমির নিসর্গ শোভা, আর আছে স্বপ্নচারিণী এক মানবীর ছায়া। তাঁর কবিতা মূলত এ দুয়েরই দোলাচলে স্পন্দিত হতে থাকে। কিন্তু সেই অনুরাগের মধ্যে জেগে থাকে তাঁর স্বপ্নমানবী। যেন স্থির এক উজ্জ্বল প্রতিমা। এসব মিলিয়েই কবি আরিফ নজরুলের সর্বসাম্প্রতিক কাব্যগ্রন্থ ‘হেঁটে যাই বনবিড়ালের সাথে’। নিবিড়, নম্র উচ্চারণ তাঁর, শিল্পের আধারে তিনি উন্মোচিত করে দেন হৃদয়ের আর্তি, অন্তরঙ্গ আত্মকথন।
আরিফ নজরুল। জন্ম ১৯৭৫ সালের ১৪ জুন বরিশালের বাবুগঞ্জ উপজেলার ঠাকুর মল্লিক গ্রামের এক সম্ভ্রান্ত পরিবারে। বাবা আবদুল ওয়াজেদ আলী খান ও মা নূরজাহান বেগম। লেখালেখিতে হাতেখড়ি কিশোরবেলা থেকেই। পল্লিকবি জসীমউদ্দীনের ‘কবর’ কবিতা তাঁকে লেখালেখিতে অনুপ্রাণিত করে। সেই থেকেই কবিতা হয়ে ওঠে তাঁর স্বপ্নের আরাধ্য। ছড়া, কবিতা, গল্পসহ সাহিত্যের প্রায় সকল শাখায়। তাঁর লেখা নিয়মিত প্রকাশিত হয় দেশের প্রথম সারির জাতীয় দৈনিক, সাপ্তাহিক ও লিটল ম্যাগাজিনে।