Open water fisheries are major aquatic common property resources in Bangladesh. Fish, Water and People are three of the most important ingredients in the life of Bangladesh. Dr. M. Youssouf Ali is a leading fisheries biologist with over five decades of experience as a spokesman for fisheries development in Bangladesh. He critically analyses the trends in the development of agriculture, infrastructure and fisheries. It is a reflection on past experiences, present practices and future trends and threats to the valuable openwater ecosystem and its resources. The book addresses the issues of the aquatic ecosysteids of one of world's largest floodplains, their living resources and habitat. It analyses the water resources projects, water pollution, status and methodologies of catch assessment and looks at the management issues of openwater capture fisheries. This book presents a picture of the conflicts between the retention of fish habitats and need for croplands and also the need for the protection of biodiversity. The book should stimulate the interests of policy makers and scientists interested in ensuring the balanced sustenance of all natural resources of the country. This is a companion volume to Openwater Fisheries of Bangladesh edited by Chu-fa Tsai and M. Youssouf Ali (UPL, 1996).
আনোয়ারা সৈয়দ হক
আনােয়ারা সৈয়দ হক একটি নাম যা আজ বহু বছর ধরে সাহিত্যের অঙ্গনে বড় আস্থার সাথে প্রতিষ্ঠিত। তিনি একাধারে কথাসাহিত্যিক, কবি, গল্পকার, প্রবন্ধ লেখক, শিশুতােষ রচয়িতা ও ছড়াকার এবং এই মুহূর্ত পর্যন্ত তার কলম চলমান। তিনি কবি সব্যসাচীর জীবনসঙ্গীনি হওয়া সত্ত্বেও নিজের স্বকীয়তাকে ধরে রাখার চেষ্টা করেছেন। বিরাট মহিরুহের পাদদেশে অবস্থান করেও নিজের সাহিত্যকে তার আগ্রাসী প্রভাব থেকে আলাদা রাখতে সক্ষম হয়েছেন। এ বড় দুরূহ কাজ! এবং বড় ঝুঁকির। আনােয়ারা সৈয়দ হক-এর সাহিত্য ভাষা ভিন্ন, জীবন দেখার ভঙ্গিমা ভিন্ন, জীবনের অভিজ্ঞতাও সম্পূর্ণভাবে আর দশটা মানুষের চেয়ে ভিন্ন। এই ভিন্ন তাই তাঁকে গড়পড়তা হিসাব থেকে বাঁচিয়ে রেখেছে। পেশাগত জীবনে একটি ভীষণ দায়িত্বশীল কাজ করার পরেও সাহিত্য জীবনকে এক ফোটাও ছাড় দেননি। এতে পরিশ্রম হয়েছে সত্যি, তবে প্রাপ্তিও কম হয়নি।
নিচে তার কয়েকটি বইয়ের তালিকা দেওয়া হলাে
উপন্যাস : তৃষিতা, সােনার হরিণ, হাতছানি, আবেদ হােসেনের জোছনা দেখা, জলনুড়ি, উদয় মিনাকে চায়, অস্থিরতার কাল, ভালােবাসার সময়, ঘুমন্ত খেলােয়াড়, নিঃশব্দতার ভাঙচুর, সেই প্রেম সেই সময়, দুই রমণী, কার্নিশে ঝুলন্ত গােলাপ, সন্দেহ, নখ, আহত জীবন, রুপালি স্রোত, ঘুম, আকাশ ভরা, খাদ, সেইসব দিন, গুজরিপঞ্চম ইত্যাদি।
কবিতার বই : মেয়ে হয়েছি বেশ করেছি, কিছু কি পুড়ে যাচ্ছে। কোথাও, আমার শয্যায় এক বালিশ সতীন, তুমি এক অলৌকিক বাড়িঅলা, তুমি আগে যাবে, না আমি; কাল খুব কষ্টে ছিলাম ইত্যাদি।
জীবনীগ্রন্থ : রবীন্দ্রনাথ ও বিজয়া, ল্য সালােমে, পিকাসাের নারীরা। নিবন্ধ : যেমন আমাদের জীবন, সর্পরাজের জাদু, নারীর কোনাে কথা নাই, নারীর কিছু কথা আছে, আনােয়ারা সৈয়দ হক কলাম ১ কলাম ২, পথ চলি কথা বলি।
আত্মজীবনী : নরক ও ফুলের কাহিনী, অবরুদ্ধ, বিক্ষুব্ধ সংলাপ, আমার স্কুল।