সবার জীবনে পরকাল আসবে। কেউ দুনিয়ার চাকচিক্যে, কেউ দুনিয়ার সমস্যায় জর্জরিত হয়ে ভুলে গেছে পরকাল। তরুণ প্রজন্মের অনেকে জানে না সময়ের সঙ্গে তাল মিলিয়ে ইসলামের রয়েছে বিধিবিধান। জীবনের প্রতিটি ধাপে রয়েছে ইসলামের বিভিন্ন দিকনির্দেশনা। ইসলাম চির নতুন। তারা অজ্ঞানতার ফলে দিন দিন সরে পড়ছে ইসলাম থেকে। ফলে দুনিয়া হয়ে উঠছে আমাদের কেন্দ্র। ইসলামের পরকালীন চিন্তার সঙ্গে এ সময়ের মানুষকে আরও ঘনিষ্ঠ করতে বইটি হবে একটি আদর্শ দিশারী। জীবনে গুরুত্বপূর্ণ এমন ৪৬টি টপিক নিয়ে বইটি সাজানো হয়েছে। ঈমান, ইবাদত, মুআমালা, মুআশারাত ও আখলাকের নানা বিষয় বইটিতে স্থান পেয়েছে। চলার পথে যার মুখোমুখি আমরা প্রায়ই হয়ে থাকি। আশা করি ইনশাআল্লাহ বইটি আপনার জীবনকে করবে সুন্দর ও সমৃদ্ধ। প্রতিটি কাজ হবে পরকালকে সামনে রেখে।