মেকানিক্যাল ইজ্ঞিনিয়ারিং কোর্স কমপ্লিট| খুব স্বাভাবিকভাবেই একটা চাকুরী দরকার|প্রয়োজন অনেক তথ্যের|একাডেমিক প্রশ্নের ধাচ, চাকুরীর প্রশ্নের ধাচ দুটোই কি এক? কোন বিষয়গুলোর উপর বেশি যত্নশীল হওয়া দরকার, প্রতিষ্ঠান ভেদে নিয়োগ পরীক্ষার ধরণ আলাদা নাকি একই? কোথা থেকে কিভাবে শুরু করা উচিত? এরকম অনেকগুলো বিষয় আসে একজন নতুন ইজ্ঞিনিয়ারের সামনে| এতগুলো তথ্য সদ্য পাশ করা একজন যন্ত্রকৌশলীকে কিছুটা বিড়ম্বনায় ফেলে দেয়| এমন বিড়ম্বিত যাত্রার খুব কাছে থেকে সহযোগীতার জন্য একটা সামগ্রীক তথ্য ভান্ডার “Mechanical Engineering Job Preparation” বইটা| বিষয়ভিত্তিক কিছু আলোচনা, প্রয়োজনীয় কিছু গাণিতিক সমস্যার সমাধান, কিছু ড্রয়িং, সবকিছুর ধারক একটি বই| উল্লেখযোগ্য সংযোজন হল সমাধানসহ বিগত সালের কিছু নমুনা প্রশ্ন, যা থেকে সহজে নিজেকে তৈরি করার পথ বের করা সম্ভব এই বইয়ে।