রুশ দখলদারত্বের বিরুদ্ধে লড়ােইয়ে আভার জাতির এক মুক্তিযোদ্ধা হাজি মুরাদ। তলস্তয়ের চোখে সৎ স্বাধীনচেতা এই চরিত্রের প্রতীক কাঁটা গেন্ধালিগাছ। জীবনের স্পৃহা যার প্রবল, মৃত্যু যার হাতের খেলনা, তার সঙ্গে দ্বন্দ্ব বাধল সহযোদ্ধা শামিলের। শামিল হাজি মুরাদের মা, স্ত্রী ও সন্তানদের আটক করে। প্রতিশোধ নিতে হাজি মুরাদ হাত মেলান শত্রু রুশদের সঙ্গে। কিন্তু ঘটনার এখানেরই শেষ নয়। হাজি মুরাদ-বশ না-মানা এক বিদ্রোহী যোদ্ধার কাহিনি।
লিও টলস্টয়
লেভ টলস্টয়ের জন্ম ১৮২৮ সালে রাশিয়ায়। তাঁর বাবা কাউন্ট নিকোলাই ইলিক টলস্টয় ও মা কাউন্টস মারিয়া টলস্টয়। জীবনের অধিকাংশ সময় কাটে ইয়াসনিয়া পলিয়ানায় মস্কো থেকে ২০০ কি.মি. দক্ষিণে। কাজান বিশ্ববিদ্যালয়ের আইন ও প্রাচ্যভাষা বিষয়ে পড়তে ভর্তি হয়ে মাঝপথে বিশ্ববিদ্যালয় ত্যাগ করেন। কিছুদিন মস্কো ও সেন্ট পিটার্সবার্গে অতিবাহিত করে যোগ দেন সেনাবাহিনীতে। ফিরে এসে লেখালেখি শুরু করেন। শিশুদের জন্য প্রচুর লেখেন। তাঁর লেখা পড়েই অনেক শিশু লেখা ও পড়া শেখে। তিনি ঈশপের গল্পের ভক্ত এবং গ্রিক ও রোমান পৌরাণিক কাহিনি নিজের মত করে শিশুদের জন্য রূপান্তর করেন। তাঁর উপন্যাস War and Peace-এর জন্যই তিনি বিশ্বখ্যাত। ১৮৬২ সালে সোফিয়ার সাথে বিবাহ হয়, তাদের সন্তান সংখ্যা তেরো। ১৯১০ সালে তিনি মারা যান।