হাজার গানে হৃদয়ের স্বরলিপি
সংগীত মানেই প্রাণের কথামালা। ইসলামি সংগীত মানেই বিশ্বাসী প্রাণের অনুরণন। ইসলামের মৌলিক ধর্মীয় বিশ্বাসকে উপজীব্য করে সুরের পরশ দিয়ে রচিত হয় এক একটি গান। লাখো হৃদয়ে তা এক অন্যরকম ব্যাঞ্জনা তৈরী করে। ইতোমধ্যে বাংলা ভাষায় অসংখ্য ইসলামি গান তৈরী হয়েছে। নতুন নতুন গান প্রতিদিন তৈরী হচ্ছে। এসব গান বাংলাদেশের কোটি মানুষের বিশ্বাস ও বোধের প্রতিনিধিত্ব করে। এখন ইসলামি গানের প্রচলিত ধারণা বদলে যাচ্ছে। ইসলামের বুনিয়াদি চেতনা ও বিশ্বাসের পাশাপাশি সত্য, সুন্দর, নীতি-নৈতিকতা এবং মাটি ও মানুষেল পরিশীলিত কথামালা এখন ইসলামি সংগীত হিসেবে পরিচিতি পেতে শুরু করেছে। অনেক প্রতিশ্রুতিশীল তরুণ এখন ইসলামি সংগীত নিয়ে কাজ করছে। আমরা ১০০০ সংগীতের এই সংকলণে প্রবীণদের সাথে তরুণদের যোগসূত্র এঁকেছি। অনেক জনপ্রিয় গান ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। সেগুলোকে সংগীতপ্রেমীদের হৃদয়ে আরও একবার গেঁধে দেওয়ার প্রচেষ্টা এখানে দেখতে পাবেন। সেইসাথে, QR code- এর মাধ্যমে সরাসরি ইউটিউবে গিয়ে গান শোনার এক দারুণ ফিচার যুক্ত করা হয়েছে। হাজার গানে হৃদয়ের স্বরলিপি হাজার বছর ধরে গানগুলোকে বাঁচিয়ে রাখুক...