শৈশবে আমার জন্য বিরাট এক বিস্ময়কর ব্যাপার ছিল হাওয়াই মিঠাই। পলিথিনে মুড়ানো এক টুকরো মেঘসদৃশ মিষ্টি বস্তু, মুখে দিলেই মিলিয়ে যায়- কীভাবে সম্ভব? এই রহস্য আমার শিশুমনে বহুদিন গেঁথে রইল। বড়দের নিষেধাজ্ঞা ছিল হাওয়াই মিঠাইয়ের উপর। তাই প্রায়ই বড়দের চোখ এড়িয়ে টিফিনের টাকা জমিয়ে খেতে হতো। স্কুল শেষে খেতে খেতে বাসায় আসতাম। পেট ভরত না, কিন্তু মন ভরে যেত। এই বইয়ের গল্পগুলো ঠিক হাওয়াই মিঠাইয়ের মতো। অল্প-সল্প হালকা মিষ্টি মধুর লাগতে পারে। কোনো আহামরি ভারী সাহিত্য না। হাওয়াই মিঠাইকে যেমন জাংকফুড হিসেবে গণ্য করা হয়, এই গল্পগুলোকেও সাহিত্যের জাংকফুড বলা যায়। বইয়ের অনেকগুলো লেখা পূর্বে ফেসবুক এবং বিভিন্ন পত্রিকা ও ব্লগে প্রকাশিত হয়েছে। টুকরো টুকরো লেখাগুলোকে এবার এক মলাটে নিয়ে আসা হলো-ঠিক প্যাকেটে মোড়ানো হাওয়াই মিঠাইয়ের মতো।