ফ্ল্যাপের কিছু কথাঃ আমাদের দেশে শিল্পকলা বিশেষ করে চিত্রকলার উপর গ্রন্থের সংখ্যা কম। চিত্রকলা ব্যবহারিক বিষয় হলেও এই সম্পর্কিত নানা প্রশ্ন ও চিন্তা চিত্রকর এবং চিত্ররসিকদের আলোড়িত করে। শিল্প সমালোচক ও চিত্রকর এই সব প্রশ্নের উত্তর খোঁজেন নিজস্ব ধারায়। পরবর্তী প্রজন্মের শিল্পচিন্তায় এই ধারা কখনো পুষ্টি জোগায়, কখনো সমান্তরাল কোন ধারা সৃষ্টিতে অনুপ্রেরণা জোগায়। শিল্পী হাসি চক্রবর্তীর শিল্প বিষয়ক প্রবন্ধগুলিতে শিল্পের গভীর কিছু প্রশ্নে উত্তর খোঁজা হয়েছে সহজ ভাষায়। গ্রন্থে চট্টগ্রামের শিল্পচর্চার উপর গবেষণাধর্মী একটি লেকা রয়েছে যাতে লেখক চট্টগ্রামের শিল্পচর্চার মূল উৎসকে আবিষ্কার করেছেন। শিক্ষা বিষয়ক প্রবন্ধে শিক্ষার সাথে নৈতিকতা ও শিল্পের মেলবন্ধনের কথা বলতে চেয়েছেন যা যুগোপযোগী ও জরুরী। প্রিয়জনের বিয়োগে লেখা শোকগাঁথা-বিষয়ক প্রববন্ধগুলি মুদ্রিত হয়েছে এই ভেবে যে হাসি চক্রবর্তীর এই প্রিয়জনরা আমাদের অনেকেরই প্রিয়জন।
আমাদের বিশ্বাস গ্রন্থটি শিল্পী, শিল্পরসিক ও সাধারণ পাঠকের কাছে সমাদৃত হবে।
সূচিপত্র * একুশের চেতনায় চিত্রকলা * শিল্পীর তুলিতে বঙ্গবন্ধু * আমাদের শিল্পকলা ও শিল্পদর্শন * সাম্প্রদায়িকতাবিরোধী চিত্রকলা * চট্টগ্রামে শিল্পকলা ও শিল্পচর্চা * শিল্পের অভিভাবকত্ব * ভ্যানগগ্ ও তাঁর ছবির ভাবনা-চিন্তা * নায়কোচিত এক বীরের মৃত্যু * চির অমাবস্যায় অনন্ত-জ্যোৎস্না * শিল্পী রশীদ চৌধুরীর জন্মদিনে * একজন শিষ্যের স্বীকারোক্তি * আবহমান বাংলার চিত্রকলা * সামাজিক জীবন তথা পরিবার * শিক্ষা : শিল্পাশ্রিত * শিক্ষক ও চারুকলা * শিক্ষা : প্রাসঙ্গিক ভাবনা * শিক্ষা : পুনর্বাসন * আলো চাই, আর অন্ধকার নয় * বর্ণহীন বর্ণ- পরিচয় * দায়বদ্ধতা : সবার * পরিত্রাণের উপায় আত্মশুদ্ধি * আপনি আচরি ধর্ম পরকে শেখাও