মনোমুগ্ধকর জ্যোৎস্নাস্নাত রাতে
খুব একা কেউ নাই মোর সাথে।
বসে আছি ছাদের এককোণে
নিথর দেহে দুঃখ ভারাক্রান্ত মনে।
ছাদের কোনো টবে আছে ফুটন্ত গোলাপ
যেখানে বসে হাতে-হাত রেখে হতো আলাপ।
আকাশে ঠিক আছে চাঁদ গ্রহ নক্ষত্র তাঁরা
সব আছে আগের মতো শুধু প্রিয়তমা ছাড়া।