বলা হয় ঈশ্বরের পরেই সর্বাধিক স্মরণীয় মানুষ সৃষ্টি করেছেন নাট্যকার শেক্সপিয়র। তাঁর সৃষ্ট মানুষের ভেতরে হ্যামলেট বিশ্বে সর্বাধিক পরিচিত, নাম উচ্চারিত, পণ্ডিত-অধ্যাপক-গবেষকদের তাে বটেই কবিদেরও সর্বাধিক মনােযােগ-প্রাপ্ত; অ্যাভন নদীর পাড়ে স্ট্রাটফোর্ডে জন্ম নেওয়া ওই নাট্যকারের রচনা হ্যামলেট নিয়ে যত বই । লেখা হয়েছে, যত ব্যাখ্যা করা হয়েছে, তার। ধারেকাছেও নেই আর কোনাে শিল্পস্রষ্টার । আর কোনাে রচনা কি নির্মাণ । নাট্যদেব উইলিয়াম শেক্সপিয়র ধূলির এ। পৃথিবী ছেড়ে যান ১৬১৬ খ্রিষ্টাব্দে, এর চার। শ’ বছর পূর্তি ২০১৬-য়; এ উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমি যখন। বৎসরব্যাপী অনুষ্ঠানমালার পরিকল্পনা করে, তখন নাট্যবন্ধুজনেরা আমাকে সেই নাটক। বাংলায় অনুবাদ করবার জন্যে অনুরােধ । করেন অনুরােধটি মান্য করে, বিভিন্ন সম্পাদক কৃত হ্যামলেট-এর যে পাঁচটি। সংস্করণ আমার পাঠাগারে আছে, নিবিড়ভাবে পাঠ করতে শুরু করি; ক্রমে কখনাে। ধীর-সময় নিয়ে, কখনাে বিদ্যুৎচমকের মতাে, আমার করােটিতে দৃশ্যগুলাের বাংলা। মুখাবয়ব স্ফুট হতে থাকে।
সৈয়দ শামসুল হক
সৈয়দ শামসুল হক (২৭ ডিসেম্বর ১৯৩৫ - ২৭ সেপ্টেম্বর ২০১৬) ছিলেন বিংশ শতাব্দীর শেষভাগের একজন প্রখ্যাত বাংলাদেশী সাহিত্যিক, যিনি কবিতা, উপন্যাস, নাটক, ছোটগল্প, অনুবাদসহ সাহিত্যের সব শাখায় অবদান রেখে সব্যসাচী লেখক হিসেবে পরিচিতি পান। তাঁর লেখকজীবন প্রায় ৬২ বছর ব্যাপী বিস্তৃত ছিল। মাত্র ২৯ বছর বয়সে তিনি বাংলা একাডেমি পুরস্কার লাভ করেন, যা তাঁকে এই পুরস্কারের সবচেয়ে কম বয়সী প্রাপক করে তোলে। বাংলা সাহিত্যে অসামান্য অবদানের জন্য তিনি ১৯৮৪ সালে একুশে পদক এবং ২০০০ সালে স্বাধীনতা পুরস্কার অর্জন করেন।