ফ্ল্যাপের কিছু কথাঃ প্রিয় কিশোর-কিশোর বন্ধুরা, বিশ্বখ্যাত ক্লাসিকগুলো বেশিরভাগ ক্ষেত্রেই ইংরেজিতে এবং বড়দের জন্যে লেখা। তাই সেগুলো তোমাদের সহজে পড়া হয়ে ওঠে না। এ কারণেই তোমাদের জন্যে আমাদের এ প্রয়াস বিশ্ববিখ্যাত লেখকদের সেরা রচনাগুলো তোমাদের উপযোগী ভাষা ও পাতায় পাতায় ছবির মাধ্যমে উপস্থাপন করতে পেরে আমরা আনন্দিত। আমাদের এ সিরিজের বইগুলো পড়ে তোমাদের একদিকে যেমন হবে সৃজনশীলতার বিকাশ, অন্যদিকে পাবে বিশ্বসাহিত্যের বিশ্বসেরা ফিকশনগুলো পাঠের আনন্দ।
মার্ক টোয়েন
মার্ক টোয়েন বিশ্ববিখ্যাত ক্লাসিক লেখক। ১৮৩৫ সালের ৩০ নভেম্বরে ফ্লোরিডায় তার জন্ম। আমেরিকান সাহিত্যে অবদানের জন্য তাকে আমেরিকান সাহিত্যের জনক বলে ডাকা হয়। দ্য অ্যাডভেঞ্চার অব হাকলবেরি ফিন, দ্য অ্যাডভেঞ্চার অব টম সয়্যার, দ্য প্রিন্স অ্যান্ড দ্য পপার ইত্যাদি তার বিখ্যাত উপন্যাস। বিশ্বজুড়ে খ্যাতি পাওয়া এই গুণী লেখক ১৯১০ সালে ৭৪ বছর বয়সে কানেকটিকাটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।