আলোর বৃত্তের ঠিক বাইরেই ঘাপটি মেরে থাকে অন্ধকার। আর সেই অন্ধকারেই এসে সমবেত হয় জগতের সমস্ত অশুভ শক্তিরা! তাদেরকে বশে এনে একসঙ্গে দুই মলাটের ভিতর বন্দি করাটা কঠিন তো বটেই, প্রায় অসম্ভব একটি কাজই বলা যায়। তবে পাঠকদের স্বার্থে এই কষ্টসাধ্য কর্মটিই করা হয়েছে ‘হ্যালোইন’-এ–যেখানে ঠাঁই পেয়েছে চিরায়ত ভূতের গল্প থেকে শুরু করে হাল আমলের রোমহর্ষক সব কাহিনী। তাই অন্ধকারের গল্প যাঁরা ভালবাসেন, যাঁরা পাতায়-পাতায় রোমাঞ্চের স্বাদ পেতে চান, ‘হ্যালোইন’ কেবল তাঁদেরই জন্য।