হাকীমুল উম্মত আশরাফ আলী থানভি (র.); মুসলিম উম্মাহর অনুপম ও ঈর্ষণীয় ব্যক্তিত্বের অধিকারী এক কিংবদন্তী মহাপুরুষ। তিনি ছিলেন প্রখর মেধা, অসাধারণ বিচক্ষণতা ও অনুপম ধীশক্তিসম্পন্ন একজন প্রবাদপুরুষ। যার সান্নিধ্য লাভে ধন্য হয়ে, পূর্ণিমার আলোকে উদ্ভাসিত হয়ে অসংখ্য অগণিত দিকভ্রান্ত ও পথহারা মানুষ পেয়েছিল সঠিক পথের দিশা। এই প্রবাদপ্রতিম মনীষীর জীবনচরিত নিয়েই রচিত বক্ষ্যমাণ এই গ্রন্থটি। মূল বইটির নাম আশরাফ আলী থানভি, হাকীমুল উম্মত ও শাইখু মাশায়িখিল আসরি ফিল হিন্দ। লিখেছেন মাওলানা রহমাতুল্লাহ নদভি। অনুবাদ করেছেন মুফতি আরিফ বিল্লাহ। সম্পাদনা করেছেন মাওলানা যায়েদ আলতাফ।
মাওলানা রহমাতুল্লাহ নদভি
Title :
হাকীমুল উম্মত আশরাফ আলী থানভি (র) জীবন-কর্ম-অবদান (হার্ডকভার)