হজ্জ্বের আধ্যাত্মিক শিক্ষা
আমরা আজ হজ্জ সম্পর্কে আলোচনা করব। হজ্জ করার পূর্বে যে বিষয়টি আমাদের জানতে হবে, সেটা হল হজ্জ অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত। প্রত্যেক ব্যক্তির মনে এই আকাক্সক্ষা থাকবে যে আমি খুব দ্রুতই হজ্জ করব। বিশেষ করে যুবকদের- তারা তাদের যৌবনের শুরুতেই হজ্জ করার চেষ্টা করবে। আমাদের দেশে এক সময় ট্রেডিশন ছিল বৃদ্ধ বয়সে হজ্জ করা। এখন তা কমে আসছে। হজ্জ পরিপূর্ণ সুন্নাত মোতাবেক বৃদ্ধ বয়সে আদায় করা যায় না। হজ্জ যৌবনের ইবাদত, পরিশ্রমের ইবাদত এবং যৌবন পার হয়ে গেলে এই ইবাদত সঠিকভাবে আদায় করা যায় না। যেমন মনে করেন, একজন ব্যক্তি চেয়ারে বসে অথবা মাটিতে বসে নামায পড়ছে অসহায় মাজুর অবস্থায়। কিন্তু নামায বসে পড়ার ইবাদত নয়, নামায দাঁড়িয়ে পড়ার ইবাদত । ঠিক তেমনিভাবে হজ্জ হচ্ছে, বৈরী পরিবেশে প্রচন্ড গরমে রোদের ভেতর ৫০-৬০ কি.মি. একই দিনে হাঁটা; প্রচন্ড ভিড়ের মধ্যে ১০-১২ কি.মি. হাঁটা, সাই করা- এই জাতীয় পরিশ্রমের কাজ। কাজেই বৃদ্ধ হয়ে গেলে যাদের ঘন ঘন বাথরুমে যাওয়ার প্রয়োজন হয়, হাঁটতে পারেন না, শরীরে ব্যথা তারা এই পরিশ্রমের কাজগুলো সঠিকভাবে আদায় করতে পারেন না। এজন্য আমাদের সকলের মনে এই আকাঙ্খা থাকতে হবে, আমি খুব দ্রুতই হজ্জ করব। আমার দেখা যে অভিজ্ঞতা, যদি কারো মনে আগ্রহ খুব ভাল হয়, আল্লাহ ব্যবস্থা করে দেন। আমি যখন রিয়াদে ছিলাম এক বাঙালি যুবক আমার কাছে আসত। সে আমাকে প্রায় সময় বলত, ভাই আমার জন্য দুআ করেন। আমার খুবই ইচ্ছা হজ্জ করার। কিন্তু আমার মালিক আমাকে অনুমতি দিচ্ছেন না। বলে আগামী বছর যেয়ো। কিন্তু হজ্জ করতে না পারার জন্য আমার মনে খুব কষ্ট হচ্ছে। সৌদি আরবে নিয়ম হল, মালিক অনুমতি না দিলে কোনো কর্মচারী হজ্জ করতে পারে না। আমি তাকে আল্লাহর কাছে দুআ করতে বললাম। পরবর্তীতে মক্কায় গিয়ে দেখি ঐ ব্যক্তি হজ্জে উপস্থিত। বলল, আল্লাহ আমার দুআ কবুল করেছেন। আমার মনের অবস্থা বুঝতে পেরে, আমার অস্থিরতা দেখে মালিক হজ্জের অনুমতি দিয়েছেন। এ জন্য আমাদের সকলকেই হজ্জ বিষয়ে সচেতন এবং সক্রিয় থাকতে হবে। আর একটা বিষয় হচ্ছে, হজ্জ আমাদের জীবনে এক বারই ফরয। এটা আমরা সবাই জানি। কিন্তু এর মানে এই নয়, হজ্জ জীবনে একবারই করতে হয়। রাসূল (স) বলেছেন, তোমরা বারবার হজ্জ ও উমরাহ করতে থাকো। সুন্দরভাবে একটার পর একটা হজ্জ ও উমরাহ করতে থাকো। এর ফলে আল্লাহ তোমাদের দুটি জিনিস দূর করে দিবেন: ১. তোমাদের দরিদ্রতা মিটিয়ে দিবেন, অভাব দূর করে দিবেন। তোমরা হজ্জ করলে ধনী হয়ে যাবে, সচ্ছল হয়ে যাবে। ২. আর তোমাদের গুনাহগুলোকে আল্লাহ হজ্জের কারণে দূর করে দিবেন।
মাশাল্লাহ খুব সুন্দর আল্লাহ তাকে জাযায়ে খায়ের দান করুন আমীন।হজ্জ্ব ইসলামের একটি গুরুত্বপূর্ণ ইবাদত এবং এর ফজিলত অনেক। আমরা অনেকে না জেনে হজকে ঊপেক্ষ্য করি সামর্থ্য থাকা সত্ত্বেও আবার অনেকে আবার হজের নিয়ম কারণ না জেনে হজ্জ্বে যায়। যার ফলে সে বিশাল নিয়ামত থেকে বঞ্চিত হয়ে যায়। হজের এক মহান শিক্ষা রয়েছে যা একজন মানুষকে আল্লাহর একজন সত্যিকারের বান্দা হতে সাহায্য করবে। তাই প্রত্যেকের এই বইটি পড়া উচিত।
বই:হজ্জ্বের আধ্যাত্মিক শিক্ষা। হজ্জ্ব সম্পর্কিত অসাধারণ একটি বই।হজ্জ্ব সম্পর্কে জানতে পড়ুন বইটি।