এক অপরূপ কবিতাগ্রামের দেশ বাংলাদেশ। রূপবৈচিত্রে দুঃখপিপাসায় বাউলিয়াপনায় মানুষের মতো করে এখানে কবিতা জন্ম হয়। বাংলা কবিতার এই ধারাবাহিকতাকে লক্ষ্য করে কবি ও কবিতাকে নিয়ে এক সামগ্রিক আলোচনা যা একজন কবি ও সমালোচকের জন্য অসম্ভব জরুরি তা-ই ধারণ করেছে হাজার বছরের বাংলা কবিতা।